নিউইয়র্ক ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনীয়দের চাকরি দিতে বিভিন্ন দেশের প্রযুক্তি কোম্পানিগুলোর বিজ্ঞপ্তি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • / ২৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলার কারণে ২৫ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। তাদের মধ্যে অনেকেরই রয়েছে প্রযুক্তিগত দক্ষতা। এই ইউক্রেনীয়দের চাকরি দিতে এগিয়ে আসছে ইউরোপ ও উত্তর আমেরিকার কোম্পানিগুলো। ‘রিমোট ইউক্রেন’ নামের একটি ওয়েবসাইটে এখন পর্যন্ত পাঁচ শতাধিক চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করেছে কয়েক ডজন কোম্পানি। এগুলোর বেশিরভাগই ইউরোপীয় কোম্পানি, তবে যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু কোম্পানিও ইউক্রেনীয়দের নিয়োগ দিচ্ছে। এ খবর দিয়েছে সিএনবিসি।
খবরে জানানো হয়, যেসব কোম্পানি এই বিজ্ঞপ্তিগুলো দিয়েছে তাদের মধ্যে রয়েছে বিশ্ব বিখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলোও। এগুলো হচ্ছে, আয়ারল্যান্ডের মডুলার অটোমেশন এবং ওয়ারডাকস, সুইজারল্যান্ডের স্পোর্টসর্যা ডার এবং ইংল্যান্ডের ড্রাইভ সিস্টেম ডিজাইন। ওয়েব ডেভলপার থেকে শুরু করে থ্রিডি আর্টিস্ট, সব পদেই নিয়োগ দেয়া হচ্ছে ইউক্রেনীয়দের।
আমাদের প্রাত্যাহিক জীবনে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি তার একটি বড় অংশই তৈরি করেছেন ইউক্রেনের ইঞ্জিনিয়ার ও সফটওয়ার ডেভেলপাররা।
হোয়াটসঅ্যাপ, গ্রামারলি, গিটল্যাব ও সোলানার মতো সাইটগুলো ইউক্রেনীয়দের হাতে প্রতিষ্ঠিত হয়েছে। গুগল ও স্যামসাং-এরও গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে ইউক্রেনে। প্রেজেন্টেশন অ্যাপ পিচের সিইও ক্রিস্টিয়ান রেবার জানান, তার তিন জন ইঞ্জিনিয়ার ইউক্রেনে বসে তার জন্য কাজ করেন। রুশ আগ্রাসনের পর তাদেরকে সমর্থন দিতে যা যা করা দরকার কোম্পানিটি করছে। তিনি বলেন, আমরা তাদের ও তাদের পরিবারের সকল সদস্যদের যাতায়াত ও বাসস্থানের সকল খরচ প্রস্তাব করেছি। এছাড়া যতদিন প্রয়োজন তাদের ছুটি দেয়া হয়েছে। অন্য অনেক কোম্পানির মতো পিচও এই ইউক্রেনীয় কর্মীদের তিন মাসের বেতন অগ্রিম দিয়েছে।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনীয়দের চাকরি দিতে বিভিন্ন দেশের প্রযুক্তি কোম্পানিগুলোর বিজ্ঞপ্তি

প্রকাশের সময় : ০৭:৪৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলার কারণে ২৫ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। তাদের মধ্যে অনেকেরই রয়েছে প্রযুক্তিগত দক্ষতা। এই ইউক্রেনীয়দের চাকরি দিতে এগিয়ে আসছে ইউরোপ ও উত্তর আমেরিকার কোম্পানিগুলো। ‘রিমোট ইউক্রেন’ নামের একটি ওয়েবসাইটে এখন পর্যন্ত পাঁচ শতাধিক চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করেছে কয়েক ডজন কোম্পানি। এগুলোর বেশিরভাগই ইউরোপীয় কোম্পানি, তবে যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু কোম্পানিও ইউক্রেনীয়দের নিয়োগ দিচ্ছে। এ খবর দিয়েছে সিএনবিসি।
খবরে জানানো হয়, যেসব কোম্পানি এই বিজ্ঞপ্তিগুলো দিয়েছে তাদের মধ্যে রয়েছে বিশ্ব বিখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলোও। এগুলো হচ্ছে, আয়ারল্যান্ডের মডুলার অটোমেশন এবং ওয়ারডাকস, সুইজারল্যান্ডের স্পোর্টসর্যা ডার এবং ইংল্যান্ডের ড্রাইভ সিস্টেম ডিজাইন। ওয়েব ডেভলপার থেকে শুরু করে থ্রিডি আর্টিস্ট, সব পদেই নিয়োগ দেয়া হচ্ছে ইউক্রেনীয়দের।
আমাদের প্রাত্যাহিক জীবনে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করি তার একটি বড় অংশই তৈরি করেছেন ইউক্রেনের ইঞ্জিনিয়ার ও সফটওয়ার ডেভেলপাররা।
হোয়াটসঅ্যাপ, গ্রামারলি, গিটল্যাব ও সোলানার মতো সাইটগুলো ইউক্রেনীয়দের হাতে প্রতিষ্ঠিত হয়েছে। গুগল ও স্যামসাং-এরও গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে ইউক্রেনে। প্রেজেন্টেশন অ্যাপ পিচের সিইও ক্রিস্টিয়ান রেবার জানান, তার তিন জন ইঞ্জিনিয়ার ইউক্রেনে বসে তার জন্য কাজ করেন। রুশ আগ্রাসনের পর তাদেরকে সমর্থন দিতে যা যা করা দরকার কোম্পানিটি করছে। তিনি বলেন, আমরা তাদের ও তাদের পরিবারের সকল সদস্যদের যাতায়াত ও বাসস্থানের সকল খরচ প্রস্তাব করেছি। এছাড়া যতদিন প্রয়োজন তাদের ছুটি দেয়া হয়েছে। অন্য অনেক কোম্পানির মতো পিচও এই ইউক্রেনীয় কর্মীদের তিন মাসের বেতন অগ্রিম দিয়েছে।
হককথা/এমউএ