ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার ৩ দাবি

- প্রকাশের সময় : ১২:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ৯৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বলেছে, ইউক্রেন তাদের দাবি মানলে সাথে সাথেই সামরিক অভিযান বন্ধ করা হবে। যুদ্ধ থামাতে ইউক্রেনের কাছে সুনির্দিষ্টভাবে তিনটি দাবি তুলেছে রাশিয়া।
গতকাল সোমবার (৭ মার্চ) রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব দাবির কথ জানান।
তিনি বলেন, ক্রিমিয়া যে রাশিয়ার অংশ সেটা অবশ্যই মানতে হবে ইউক্রেনকে। সেই সাথে, ইউক্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল দুটোকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নিতে হবে।
পেসকভ রাশিয়ার অন্যতম প্রধান দাবির পুনরুল্লেখও করে বলেন, ইউক্রেন ন্যাটো বা অন্য কেনো জোটের অংশ হতে পারবে না এবং সে ব্যাপারে দেশের সংবিধান সংশোধন করতে হবে।
তিনি বলেন, এসব দাবি মেনে নিলে এই মুহূর্তে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করে দেবে রাশিয়া। তবে রাশিয়া অবশ্যই ইউক্রেনের ‘নিরস্ত্রীকরণ’ নিশ্চিত করবে।
ক্রেমলিনের মুখপাত্র এমন দিনে রাশিয়ার এসব দাবি নতুন করে তুলে ধরলেন যেদিন দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধবিরতির লক্ষ্যে বেলারুশে তৃতীয়বারের মতো বৈঠক করছেন।
এছাড়া আগামী বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে তুরস্কের আনাতলিয়ায় মুখোমুখি একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। -বিবিসি
হককথা/এমউএ