নিউইয়র্ক ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / ৮৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া সরকার প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধকবলিত পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে মিসাইল তথা ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ সোমবার, ৭ মার্চ এ তথ্য জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনকে ৫ কোটি যুক্তরাষ্ট্র ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন স্কট মরিসন। এরই অংশ হিসেবে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে।
একই দিন চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত নয় বরং সুবিধাবাদী হিসেবে বর্ণনা করে সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একে একটি স্বৈরাচার জোট হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে বেইজিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়ায় গমের ব্যবসা সম্প্রসারণের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
রাশিয়ার অভিযানের কারণে দেশটির ওপর এ পর্যন্ত বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদের পাশাপাশি এশিয়ার একাধিক দেশ।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে আসছে। এসব দেশ নানাভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং আরো বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সঙ্গে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে মস্কোর ওপর।
এদিকে, রাশিয়ার চলমান সামরিক অভিযানের মুখে দিশেহারা হয়ে গেছে ইউক্রেনের সাধারণ মানুষ। লাখ লাখ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। ইতোমধ্যে ১৫ লাখের বেশি ইউক্রেনিয়ান এসব দেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সূত্র : আল জাজিরা
হককথা/এমউএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র পাঠাল অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া সরকার প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধকবলিত পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে মিসাইল তথা ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ সোমবার, ৭ মার্চ এ তথ্য জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনকে ৫ কোটি যুক্তরাষ্ট্র ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহের ঘোষণা দেন স্কট মরিসন। এরই অংশ হিসেবে তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে।
একই দিন চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ককে কৌশলগত নয় বরং সুবিধাবাদী হিসেবে বর্ণনা করে সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একে একটি স্বৈরাচার জোট হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
ইউক্রেনে রুশ অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে বেইজিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়ায় গমের ব্যবসা সম্প্রসারণের সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
রাশিয়ার অভিযানের কারণে দেশটির ওপর এ পর্যন্ত বহু নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমাদের পাশাপাশি এশিয়ার একাধিক দেশ।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে আসছে। এসব দেশ নানাভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং আরো বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে। একই সঙ্গে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে মস্কোর ওপর।
এদিকে, রাশিয়ার চলমান সামরিক অভিযানের মুখে দিশেহারা হয়ে গেছে ইউক্রেনের সাধারণ মানুষ। লাখ লাখ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। ইতোমধ্যে ১৫ লাখের বেশি ইউক্রেনিয়ান এসব দেশে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সূত্র : আল জাজিরা
হককথা/এমউএ