নিউইয়র্কের ‘কিশোর কুমার’ নাসির খানের ইন্তেকাল

- প্রকাশের সময় : ০২:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ৯৪ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের ‘কিশোর কুমার’ খ্যাত সঙ্গীত শিল্পী নাসির খান আর নেই। অতি সম্প্রতি বাংলাদেশ বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাক-এর শিকার হয়ে তিনি ইন্তেÍকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিলো ৬৭ বছর। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টার দিকে তিনি অসুস্থ হলে তাকে ঢাকাস্থ শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর ইউএনএ’র।
বাংলাদেশের মুন্সিগঞ্জ-বিক্রমপুরের সন্তান দুই মাস আগে বাংলাদেশে বেড়াতে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে যান।
মরহুম নাসির খান কয়েক যুগ ধরে নিউইয়র্ক প্রবাসী। তিনি দীর্ঘদিন এস্টোরিয়ায় বসবাসের পর লং আইল্যান্ডে স্থায়ীভাবে বাসবাস করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বন্ধুবৎসল, সংস্কৃতিমনা, খোলা মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।