অভিনয় শিল্পীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ড. এজাজ

- প্রকাশের সময় : ১২:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ৬৯ বার পঠিত
বিনোদন ডেস্ক : গুণী অভিনেতা ডা. এজাজ। এবার তিনি প্রতি মাসের এক তারিখ নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র অফিসে বসছেন। চিকিৎসা দিচ্ছেন সকল অভিনয় শিল্পীসহ নাটকের সকল কলাকুশলীকে। নিবেন না কোনো ফিস। বিনামূল্যে চিকিৎসা দিবেন এই অভিনেতা। এই বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমাদের অভিনয় শিল্পীদের সবসময় স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হয়। কেননা আমাদের সব সময় বাইরে শুটিং করতে হয়। শরীরে কখন কি হচ্ছে তা তো বোঝার উপায় নাই।
তাই প্রাথমিক চিকিৎসাসহ যেকোনো রোগের কি চিকিৎসা নিতে হবে তার পরামর্শ নিতে এই ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই এজাজ ভাইকে। তাকে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। গতকাল থেকে তিনি কাজ শুরু করে দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা সবাই মিলে কাজ শুরু করেছি। সামনে আমাদের চেষ্টা আছে ভালো ভালো হাসপাতালের সঙ্গে চুক্তি করা। কম সময়ে, কম টাকায় ভালো সেবা পেতে পারে যেন নাটকের সব কলাকুশলী। এটা চেষ্টা করা হচ্ছে। আর ডা. এজাজ ভাই প্রতি মাসের এক তারিখে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমাদের অফিসে বসবেন।
হককথা/এমউএ