দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক ভুবন

- প্রকাশের সময় : ০৭:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ৬৫ বার পঠিত
বিনোদন ডেস্ক : ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানটি নিয়ে কম হইচই হয়নি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন সেই ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর।
সোমবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ভুবনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে এক শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা। এখন তাঁর চিকিৎসা চলছে।
ভুবন বাদ্যকর সম্প্রতি একটি গাড়ি কিনেছেন। গাড়ি চালানো শেখার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা গেছে, বুকে জোরে আঘাত পেয়েছেন ভুবন। তাঁকে বীরভূমের এক সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
‘কাঁচা বাদাম’ গানটি গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান ভুবন বাদ্যকর। বীরভূমের পথেঘাটে কাঁচা বাদাম বিক্রি করতেন তিনি। বাদাম বিক্রি করে কোনোমতে দুবেলা অন্নের সংস্থান করতেন ভুবন।
হককথা/এমউএ