পুতিনের সঙ্গে এক শর্তে বৈঠক করতে রাজি বাইডেন

- প্রকাশের সময় : ০৫:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ২২ বার পঠিত
হককথা ডেস্ক : রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন না চালায় তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, রাশিয়ার আগ্রাসন শুরুর আগ মুহূর্ত পর্যন্ত ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনে কোনও আগ্রাসনের ঘটনা না ঘটলে প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্মেলনের ব্যাপারে নীতিগতভাবে সম্মত রয়েছেন।
তিনি আরও বলেন, এক্ষেত্রে রাশিয়ার যুদ্ধের পথ পরিহার করা উচিত হবে। আর তা না করলে তাদেরকে চরম পরিণতি ভোগ করতে হবে এবং আমরা দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারেও প্রস্তুত রয়েছি। বর্তমানে রাশিয়া খুব শিগগিরই ইউক্রেনের ওপর ব্যাপক আগ্রাসন চালানোর জন্য প্রস্তুতি অব্যাহত রাখছে বলে পরিলক্ষিত হচ্ছে।
বৈঠকটির প্রস্তাবক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রুশ প্রেসিডেন্ট পুতিনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে আজ ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে।
কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধান এ বৈঠক থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
বৈঠক আয়োজনের প্রস্তুতি আগামী বৃহস্পতিবারের (২৪ জানুয়ারি) মধ্যে শুরু হবে। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নিজেদের মধ্যে বৈঠক করবেন। এ বৈঠকের সময় তারা বাইডেন ও পুতিনের মধ্যকার শীর্ষ বৈঠকের ক্ষেত্র প্রস্তুত করবেন। -এএফপি
হককথা/এমউএ