সাগরকন্যা মালদ্বীপে মধুচন্দ্রিমায় মিম ও সানি

- প্রকাশের সময় : ০৬:৩৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৯ বার পঠিত
বিনোদন ডেস্ক : সাগরকন্যা মালদ্বীপের হুরুলহি দ্বীপে স্বামী সনি পোদ্দারের সঙ্গে মধুচন্দ্রিমায় আছেন বিদ্যা সিনহা মিম।
গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নানা ভঙ্গিমায় তার কিছু স্থির চিত্র প্রকাশ করেছেন তার ফেসবুক ও ইনস্টাগ্রামে। বিয়ের দেড় মাস পর হানিমুনে গেলেন মিম।
গত ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বিয়ে করেন সনিকে। অবশেষে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মধুচন্দ্রিমার উদ্দেশে মালদ্বীপে উড়াল দেন নবদম্পতি।
উচ্ছ্বসিত মিম গণমাধ্যমকে বলেন, কী স্বচ্ছ পানি! পুরো নীল আকাশ যেন সেই পানিতে ডুবে থাকে। সময় কাটানোর জন্য এত সুন্দর জায়গা আর দেখা হয়নি আমার। সময়টা খুবই উপভোগ করছি আমরা।
হুরুলহি দ্বীপে কোনও শপিং মল কিংবা বাজার নেই। তাই ঘুমানো, খাওয়াদাওয়া আর ঘুরে বেড়ানো ছাড়া এখানে মিম-সনির কোনও কাজ নেই। এই একান্ত অবসরটাই প্রাণ খুলে উপভোগ করছেন তারা।
আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তারা।
দীর্ঘ ছয় বছর ধরে লুকিয়ে প্রেম করেছিলেন মিম ও সনি পোদ্দার। গত বছরের ১০ নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা। একইদিন তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ৪ জানুয়ারি জমকালো আয়োজনে বাঁধা পড়েন সাত পাকে।
হককথা/এমউএ