নিউইয়র্কের মিডিয়া কড়চা-০৯

- প্রকাশের সময় : ০৩:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৮ বার পঠিত
নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলো নানা সঙ্কটের মধ্যদিয়ে প্রকাশিত ও সম্প্রচারিত হচ্ছে। এটি নতুন কথা নয়। বিগত কয়েক বছর ধরেই এই সঙ্কট চলছে। আবার এই সঙ্কটের মধ্যদিয়েও নতুন নতুন পত্রিকা ও টিভি প্রকাশ/সম্প্রচারে আসছে। এদিকে করোনা পরিস্থিতি সহ নানা কারণে মিডিয়াগুলোর বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনের বিল প্রাপ্তিতেও সঙ্কট দেখা দিয়েছে। অপরদিকে কোন কোন বিজ্ঞাপনদাতার ‘বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনের মূল্যহারে নিয়ন্ত্রণ’ লক্ষ্য করা যাচ্ছে। যা অশুভ সংকেত বলেই মনে করছেন কেউ কেউ।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ১ ফেব্রæয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘মেজর সিনহা হত্যা মামলার রায় : প্রদীপ-লিয়াকতের মৃত্যুদন্ড : ৬ জনের যাবজ্জীবন, ৭ জন খালাস : দ্রæত কার্যকর চায় পরিবার’, ২ ফেব্রæয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘ক্ষমতার গ্যারান্টিক্লজে হাসিনা : শত্রæ-মিত্র অদলবদল’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘নিরপেক্ষ নির্বাচনের ফয়সালা রাজপথেই’, ৩ ফেব্রæয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও কংগ্রেসম্যানের বক্তব্য নিয়ে বির্তর্ক’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘নতুন শঙ্কা পোশাক শিল্পে নিষেধাজ্ঞা!’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘গুজব-গুঞ্জনে উত্তপ্ত দেশের রাজনীতি’, ৪ ফেব্রæয়ারী শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘গ্রেগ্রোরি মিক্সের বক্তব্য নিয়ে বিভ্রান্তি’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘ট্রাম্পের হুংকার বাড়ছে : রিপাবলিকানদের রাজনীতি কোন পথে’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘সহকর্মীর সঙ্গে ওপেন সিক্রেট অ্যাফেয়ার’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘পুলিশের তহবিল বন্ধ রাখার মধ্যে সমাধান নেই : নিউইয়র্কে অস্ত্রবাজি নিয়ন্ত্রণে মেয়রের পাশে বাইডেন’, ৫ শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো রাশিয়া-চীন একাট্ট, টেনশনে যুক্তরাষ্ট্র : ইউক্রেনে যুদ্ধের দামামায় তিন পরাশক্তি’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে বাইডেনের নতুন পদক্ষেপ’ ও ‘তহবিল সংগ্রহ অনুষ্ঠানে কংগ্রেসম্যান মিক্স-এর বক্তব্য নিয়ে তোলপাড় : যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে’। অপরদিকে ৬ ফেব্রæয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন : কিংবদন্তি সুরস¤্রাজ্ঞী লতা’র মহাপ্রস্থান’ ।
গেলো সপ্তাহে প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে ‘র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা’র বিষয়ে ইউএস কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান গ্রেগোরী মিক্স-এর বক্তব্য এবং পরবর্তীতে তার বিবৃতি’র খবর ছিলো আলোচিত। এছাড়াও সাপ্তাহিক হককথা’র ‘জেবিবিএ’র প্রশংসনীয় উদ্যোগ’, বাংলাদেশ-এর ‘বেপরোয়া বাংলাদেশী তরুণদের স্বপ্নের সমুদ্র সমাধি’ এবং আজকাল-এর ‘নিউইয়র্কে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ’ শীর্ষক সম্পাদকীয় সময়োপযোগী এবং জন্মভূমি’র ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ তিনখন্ড!’ ও আজকাল-এর ‘ইয়েলো ক্যাব মালিকরা পাচ্ছেন ৫০ মিলিয়ন ডলার’ শীর্ষক প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত/আলোচিত হয়েছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
০৭ ফেব্রæয়ারী ২০২২