নিউইয়র্ক ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

খুলনাকে বিদায় করে টিকে রইল চট্টগ্রাম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৮৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ের ফলে এবারের বিপিএলের ফাইনালে উঠার দৌঁড়ে এখনো টিকে রইল চট্টগ্রাম। আর আসর থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহীমের খুলনা।
চট্টগ্রামের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলতে সমর্থ হয় খুলনা।
৫৮ বলে ৮০ রানে অপরাজিত থেকেও খুলনাকে জেতাতে পারেননি ক্যারিবীয় তারকা আন্দ্রে ফ্লেচার। ইয়াসির আলী রাব্বি খেলেছেন ২৪ বলে ৪৫ রানের ইনিংস।
অধিনায়ক মুশফিকুর রহীম ২৯ বলে ৪৩ রান করেন। চট্টগ্রামের পক্ষে মেহেদি হাসান মিরাজ ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট পান।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যাডউইক ওয়ালটনের বিধ্বংসী ইনিংসে ১৮৯ রানের পাহাড় গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান। স্কোরবোর্ডে ৪ রান যোগ হতেই অধিনায়ক আফিফ হোসেনকে (৩) খুলনা ক্যাপ্টেন মুশফিকের গ্লাভসবন্দি করেন রুয়েল মিয়া।
অপর ওপেনার কেনার লুইস ৩২ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৩৯ রান করে নাবিল সামাদের শিকার হন। চারে নেমে চ্যাডউইক ওয়ালটন বিধ্বংসী হয়ে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৮৯* রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল ৭টি করে চার এবং ছক্কা। তার সঙ্গে ১১৫ রানের পঞ্চম উইকেট জুটি গড়া মেহেদি মিরাজ ৩০ বলে ২ চার ১ ছক্কায় করেন ৩৬। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে চট্টগ্রাম। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ওয়ালটন।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

খুলনাকে বিদায় করে টিকে রইল চট্টগ্রাম

প্রকাশের সময় : ০৫:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ের ফলে এবারের বিপিএলের ফাইনালে উঠার দৌঁড়ে এখনো টিকে রইল চট্টগ্রাম। আর আসর থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহীমের খুলনা।
চট্টগ্রামের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলতে সমর্থ হয় খুলনা।
৫৮ বলে ৮০ রানে অপরাজিত থেকেও খুলনাকে জেতাতে পারেননি ক্যারিবীয় তারকা আন্দ্রে ফ্লেচার। ইয়াসির আলী রাব্বি খেলেছেন ২৪ বলে ৪৫ রানের ইনিংস।
অধিনায়ক মুশফিকুর রহীম ২৯ বলে ৪৩ রান করেন। চট্টগ্রামের পক্ষে মেহেদি হাসান মিরাজ ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট পান।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যাডউইক ওয়ালটনের বিধ্বংসী ইনিংসে ১৮৯ রানের পাহাড় গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান। স্কোরবোর্ডে ৪ রান যোগ হতেই অধিনায়ক আফিফ হোসেনকে (৩) খুলনা ক্যাপ্টেন মুশফিকের গ্লাভসবন্দি করেন রুয়েল মিয়া।
অপর ওপেনার কেনার লুইস ৩২ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৩৯ রান করে নাবিল সামাদের শিকার হন। চারে নেমে চ্যাডউইক ওয়ালটন বিধ্বংসী হয়ে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৮৯* রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল ৭টি করে চার এবং ছক্কা। তার সঙ্গে ১১৫ রানের পঞ্চম উইকেট জুটি গড়া মেহেদি মিরাজ ৩০ বলে ২ চার ১ ছক্কায় করেন ৩৬। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে চট্টগ্রাম। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন ওয়ালটন।
হককথা/এমউএ