নিউইয়র্ক ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টানা ৬ ম্যাচ গোলহীন রোনালদো, ম্যানইউর হোঁচট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১১১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : জুভেন্টাস ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টারে আসায় উৎসব লেগেছিল ওল্ড ট্রাফোর্ডে। ইউনাইটেড সমর্থকদের উচ্চাশা পূরণে শুরুটা দুর্দান্ত করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তবে সম্প্রতি ছন্দে নেই সিআরসেভেন। টানা ৬ ম্যাচ গোলহীন রোনালদো। সবশেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন পাঁচ বারের ব্যালন ডিঅর জয়ী। রোনালদোর ব্যর্থতার রাতে ম্যানইউও পায়নি জয়। শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচে সাউদাম্পটনের কাছে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট হারায় রেড ডেভিলরা।
প্রথমার্ধে জ্যাডন সানচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতি থেকে ফিরেই সাউদাম্পটনকে সমতায় ফেরান চে অ্যাডামস।
ম্যাচজুড়ে সমানে সমান লড়াই করেছে ম্যানইউ-সাউদাম্পটন।
৫৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১২টি শট নেয় ইউনাইটেড। যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। অপরদিকে ৪৭ শতাংশ বল দখলে রাখা সাউদাম্পটন ১৩টি শটের ৩টি লক্ষ্যে রাখে।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ম্যানইউ। তবে ফাঁকা গোলবারেও লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। জ্যাডন সানচোর বুদ্ধিদীপ্ত পাসে অফসাইডের ফাঁদ ভেঙে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তবে ফাঁকা গোলবারে রোনালদোর দুর্বল শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন সাউদাম্পটন ডিফেন্ডার।
২১তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। র‌্যাশফোর্ড আড়াআড়ি ক্রস থেকে এক ডিফেন্ডার স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড সানচো।
বিরতির আগ মুহূর্তে রোনালদোর ক্রসে পাওয়া বল জালে জড়ান পগবা। কিন্তু আক্রমণের শুরুতে বল রিসিভের সময়ই রোনালদো অফসাইডে থাকায় গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সাউদাম্পটন। ৪৮তম মিনিটে মোহাম্মদ ইউনুসের থ্রু পাস ধরে চে অ্যাডামসের কোনাকুনি শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
ম্যাচের ৭২ মিনিটে আরও একবার খলনায়ক হন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান সানচো। কিন্তু রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয় সেই গোল।
রোনালদোর ক্যারিয়ারে এর চেয়ে বড় গোলখরা ছিল সবশেষ ২০০৮-০৯ মৌসুমে। সেবার টানা সাত ম্যাচ গোলের দেখা পাননি তিনি।
সাউদাম্পটনের সঙ্গে ড্র করায় ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট। ইউনাইটেডের সমান ২৪ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সাউদাম্পটন।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

টানা ৬ ম্যাচ গোলহীন রোনালদো, ম্যানইউর হোঁচট

প্রকাশের সময় : ০৬:২৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : জুভেন্টাস ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টারে আসায় উৎসব লেগেছিল ওল্ড ট্রাফোর্ডে। ইউনাইটেড সমর্থকদের উচ্চাশা পূরণে শুরুটা দুর্দান্ত করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তবে সম্প্রতি ছন্দে নেই সিআরসেভেন। টানা ৬ ম্যাচ গোলহীন রোনালদো। সবশেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন পাঁচ বারের ব্যালন ডিঅর জয়ী। রোনালদোর ব্যর্থতার রাতে ম্যানইউও পায়নি জয়। শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচে সাউদাম্পটনের কাছে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট হারায় রেড ডেভিলরা।
প্রথমার্ধে জ্যাডন সানচোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতি থেকে ফিরেই সাউদাম্পটনকে সমতায় ফেরান চে অ্যাডামস।
ম্যাচজুড়ে সমানে সমান লড়াই করেছে ম্যানইউ-সাউদাম্পটন।
৫৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১২টি শট নেয় ইউনাইটেড। যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। অপরদিকে ৪৭ শতাংশ বল দখলে রাখা সাউদাম্পটন ১৩টি শটের ৩টি লক্ষ্যে রাখে।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ম্যানইউ। তবে ফাঁকা গোলবারেও লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। জ্যাডন সানচোর বুদ্ধিদীপ্ত পাসে অফসাইডের ফাঁদ ভেঙে গোলরক্ষককেও পরাস্ত করেন তিনি। তবে ফাঁকা গোলবারে রোনালদোর দুর্বল শট গোলমুখ থেকে ফিরিয়ে দেন সাউদাম্পটন ডিফেন্ডার।
২১তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। র‌্যাশফোর্ড আড়াআড়ি ক্রস থেকে এক ডিফেন্ডার স্লাইড করে ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড সানচো।
বিরতির আগ মুহূর্তে রোনালদোর ক্রসে পাওয়া বল জালে জড়ান পগবা। কিন্তু আক্রমণের শুরুতে বল রিসিভের সময়ই রোনালদো অফসাইডে থাকায় গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সাউদাম্পটন। ৪৮তম মিনিটে মোহাম্মদ ইউনুসের থ্রু পাস ধরে চে অ্যাডামসের কোনাকুনি শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
ম্যাচের ৭২ মিনিটে আরও একবার খলনায়ক হন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান সানচো। কিন্তু রোনালদো অফসাইডে থাকায় বাতিল হয় সেই গোল।
রোনালদোর ক্যারিয়ারে এর চেয়ে বড় গোলখরা ছিল সবশেষ ২০০৮-০৯ মৌসুমে। সেবার টানা সাত ম্যাচ গোলের দেখা পাননি তিনি।
সাউদাম্পটনের সঙ্গে ড্র করায় ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ইউনাইটেড। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট। ইউনাইটেডের সমান ২৪ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সাউদাম্পটন।
হককথা/এমউএ