নিউইয়র্ক ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হিন্দু ছুটির দাবিতে সিটি হলের সামনে সমাবেশ ১০ এপ্রিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫
  • / ৫৫৫ বার পঠিত

নিউইয়র্ক: ‘চলো চলো সিটি হল চলো’ শ্লোগানের মাধ্যমে হিন্দুরা, বিশেষত: বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলে ‘হিন্দু ধর্মীয়’ ছুটির দাবীতে মেয়র অফিসের সামনে বিশাল র‌্যালীর ঘোষণা দিয়েছে। র‌্যালী হবে শুক্রবার ১০ এপ্রিল দুপুর ১২টা থেকে, সিটি হলের সামনে সিটিহল পার্ক-এ। এতে সবাইকে সপরিবারে যোগদানের জন্যে আহবান জানানো হয়েছে। সকল সংগঠনকে তাদের নিজ নিজ ব্যানার আনার অনুরোধ করা হয়েছে। মাইক আনা যাবে না। এতে আরো বলা হয়েছে যে, ৪/৫/৬/আর ট্রেনে সিটি হল বা ২/৩ ট্রেনে পার্ক প্লেসে নামতে হবে।
যেসব সংগঠন এর আয়োজক বা অংশ নেবেন বা সমর্থন জানিয়েছে তন্মধ্যে রয়েছে: আমেরিকান হিন্দু কাউন্সিল, বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ পূজা সমিতি, মহামায়া মন্দির, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, ইউএসএ ইনক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, শ্রীমদ্ভগবত গীতা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্রঙ্কস পূজা কমিটি, সনাতনী পূজা কমিটি, ব্রঙ্কস, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস, রাধাকৃষ্ণ সেবক সংঘ ব্রঙ্কস, শ্রীগুরু সংঘ, ওম শক্তি মন্দির, গৌড়-নিতাই টেম্পল ব্রুকলীন, বাংলাদেশ হিন্দু মন্দির, বেদান্ত এসোসিয়েশন অব নিউইয়র্ক, হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশানাল মতুয়া মিশন ইনক, ইসকন, গুরুচক্র, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন, হরিনাম সংঘ নিউইয়র্ক, অনির্বান ইউএসএ, রাধাকৃষ্ণ সম্প্রদায় নিউজার্সী, মহানাম সেবক সংঘ, রাধাকৃষ্ণ সম্প্রদায়, কলেজ পয়েন্ট, রাধামাধব মন্দির ব্রুকলীন, ইস্টকোস্ট দুর্গাপূজা এসোসিয়েশন, হিন্দুজ অব আমেরিকা, জাস্টিস ফর হিন্দুজ, বেদান্ত স্টাডি ও ফিলাস্থপিক সোসাইটি, নর্থ আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ, বাবা লোকনাথ মিশন অব নিউইয়র্ক, হরিনাম সংঘ নিউইয়র্ক প্রভৃতি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

হিন্দু ছুটির দাবিতে সিটি হলের সামনে সমাবেশ ১০ এপ্রিল

প্রকাশের সময় : ১১:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫

নিউইয়র্ক: ‘চলো চলো সিটি হল চলো’ শ্লোগানের মাধ্যমে হিন্দুরা, বিশেষত: বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলে ‘হিন্দু ধর্মীয়’ ছুটির দাবীতে মেয়র অফিসের সামনে বিশাল র‌্যালীর ঘোষণা দিয়েছে। র‌্যালী হবে শুক্রবার ১০ এপ্রিল দুপুর ১২টা থেকে, সিটি হলের সামনে সিটিহল পার্ক-এ। এতে সবাইকে সপরিবারে যোগদানের জন্যে আহবান জানানো হয়েছে। সকল সংগঠনকে তাদের নিজ নিজ ব্যানার আনার অনুরোধ করা হয়েছে। মাইক আনা যাবে না। এতে আরো বলা হয়েছে যে, ৪/৫/৬/আর ট্রেনে সিটি হল বা ২/৩ ট্রেনে পার্ক প্লেসে নামতে হবে।
যেসব সংগঠন এর আয়োজক বা অংশ নেবেন বা সমর্থন জানিয়েছে তন্মধ্যে রয়েছে: আমেরিকান হিন্দু কাউন্সিল, বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ পূজা সমিতি, মহামায়া মন্দির, সার্বজনীন পূজা উদযাপন পরিষদ, ইউএসএ ইনক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, শ্রীমদ্ভগবত গীতা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্রঙ্কস পূজা কমিটি, সনাতনী পূজা কমিটি, ব্রঙ্কস, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস, রাধাকৃষ্ণ সেবক সংঘ ব্রঙ্কস, শ্রীগুরু সংঘ, ওম শক্তি মন্দির, গৌড়-নিতাই টেম্পল ব্রুকলীন, বাংলাদেশ হিন্দু মন্দির, বেদান্ত এসোসিয়েশন অব নিউইয়র্ক, হরিচাঁদ-গুরুচাঁদ ইন্টারন্যাশানাল মতুয়া মিশন ইনক, ইসকন, গুরুচক্র, সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন, হরিনাম সংঘ নিউইয়র্ক, অনির্বান ইউএসএ, রাধাকৃষ্ণ সম্প্রদায় নিউজার্সী, মহানাম সেবক সংঘ, রাধাকৃষ্ণ সম্প্রদায়, কলেজ পয়েন্ট, রাধামাধব মন্দির ব্রুকলীন, ইস্টকোস্ট দুর্গাপূজা এসোসিয়েশন, হিন্দুজ অব আমেরিকা, জাস্টিস ফর হিন্দুজ, বেদান্ত স্টাডি ও ফিলাস্থপিক সোসাইটি, নর্থ আমেরিকা হিন্দু কল্যাণ পরিষদ, বাবা লোকনাথ মিশন অব নিউইয়র্ক, হরিনাম সংঘ নিউইয়র্ক প্রভৃতি।