শপথ নিয়েছেন অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যরা

- প্রকাশের সময় : ০১:০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৬ বার পঠিত
বিনোদন ডেস্ক : ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত কমিটির সদস্যরা শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। এই শপথ অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন শিল্পী সংঘের নেতারা।
নতুন কমিটি আগামী তিন বছর সংগঠনটির দায়িত্ব পালন করবে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবীব নাসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান। অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ৭৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪৪ জন।
প্রার্থী হিসেবে ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ অভিনয় শিল্পী। এবারের নির্বাচনে তিন সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাজু খাদেম। অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সুজাত শিমুল।
কার্যনির্বাহী সদস্যরা হলেন শাম্স সুমন, আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার ও হিমে হাফিজ। অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল।
হককথা/এমউএ