বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো জোরদার করতে চান নতুন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

- প্রকাশের সময় : ১২:৪৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ২১ বার পঠিত
হককথা ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত নতুন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে নিতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করার জন্য তাকিয়ে আছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় তার কার্যভার গ্রহণের আগে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন। এ সময় তাকে সেখানে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ও মিশনের অন্য কর্মকর্তারা।
আলোচনাকালে দুই রাষ্ট্রদূত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য উভয় পক্ষের বৃহত্তর সম্পৃক্ততার ওপর জোর দেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া এবং উন্নয়নমূলক বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।
এর আগে রাষ্ট্রদূত পিটার ডি হাস দূতাবাস প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত আর্ল আর মিলারের উত্তরসূরি হিসেবে পিটার ডি হাস দায়িত্ব গ্রহণের জন্য এ বছরের মার্চের শুরুতে ঢাকায় আসার কথা রয়েছে।খবর কালের কণ্ঠ
হককথা/এমউএ