কুমিল্লার কাছে হেরে খুলনার প্লেঅফ অনিশ্চিত

- প্রকাশের সময় : ০৮:২৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ৮১ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্লে অফ নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই, এমন সমীকরণের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬৫ রানে হেরে গেছে খুলনা টাইগার্স।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লিগের ২৭তম ম্যাচ খেলতে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স।
টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের শুরুটা চমৎকার ছিল। লিটন দাস ও মাহমুদুল হাসান জয় বেশ ভালো খেলতে থাকেন। তবে দুই ওপেনারের বিদায়ও হয় পরপর। দলীয় ৪৩ রানে জয় (১১) ও দলের ৫২ রানে লিটন (৪১) ফিরে যান। দলের অধিনায়ক ইমরুল কায়েসও টিকতে পারেননি ক্রিজে৷
তিন উইকেটের পতনের পর দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসিস ও ইংলিশ অলরাউন্ডার মঈন আলি প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। দু প্লেসিস ৩৮ রানে ফিরে গেলেও মঈনের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৭৫ রান। তার ইনিংসটি সাজানো একটি চার ও নয়টি ছয়ে। শেষ পর্যন্ত কুমিল্লার ইনিংস থামে ১৮৮ রানে, ৬ উইকেট হারিয়ে। জবাবে ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলের ১৭ রানে ওপেনার রনি তালুকদার ও আন্দ্রে ফ্লেচারকে একই সাথে হারায় খুলনা। দলের মাত্র ৮৮ রানেই ৮ উইকেটের পতন ঘটে মুশফিকুর রহিমদের। থিসারা পেরেরা দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন। খুলনার ইনিংস শেষ হয় ১৯.৩ ওভারেই। সবকয়টি উইকেট হারিয়ে তারা স্কোরকার্ডে ১২৩ রান জমা করলে কুমিল্লা ৬৫ রানে ম্যাচ জয়লাভ করে।
এই হারে নেট রান রেটে চট্টগ্রামের থেকে পিছিয়ে পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে নেমে গেল খুলনা। আর কুমিল্লা উঠে গেলো পয়েন্ট টেবিলের শীর্ষে।
হককথা/এমউএ