ইয়েলো বনাম উবার ট্যাক্সি : টিএলসি’র বিরুদ্ধে মামলা
- প্রকাশের সময় : ০৯:১৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০১৫
- / ৬৬৬ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের ইয়েলো ট্যাক্সি চালক ও মেডেলিয়ান মালিকরা এবার উবার ক্যাব নিয়ে নিয়ম ও চুক্তি ভঙ্গের অভিযোগে টিএলসির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ইয়েলো ট্যাক্সিচালক ও মালিকদের অভিযোগ যে সম্প্রতি উবার ক্যাবকে যেভাবে এবং যে পদ্ধতিতে প্যাসেঞ্জার সংগ্রহ ও সেবা দেয়ার নিয়ম করা হয়েছে তা নিয়মবর্হিভুত এবং তাদের ব্যবসায় ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্টেট কোর্টে দায়ের করা মামলায় উল্লেখ করা হয় যে, উবারের জন্য ব্যবহার করা স্মার্টফোন ই-হেইলস এর প্যাসেঞ্জার পিকআপ করার পদ্ধতি আর ইয়োলো ক্যাবের জন্য তৈরী করা পদ্ধতি দুটি একই। কিন্তু উবার চালক বা মালিকরা ইয়েলো ট্যাক্সি ক্যাবের বিপরীতে কোনো মিটার ভাড়া বা নির্দিষ্ট মূল্যমান ছাড়াই এটি ব্যবহার করছে। টিএলসির এই আচরণ নিয়ম বহির্ভুত বলে দায়ের করা মামলায় অভিযোগ করেন তারা। এছাড়াও নিউইয়র্ক সিটির বিদ্যমান ট্যাক্সি আইনে উবার ক্যাবের পুরো কার্যক্রমকেই অবৈধ বলে উল্লেখ করেছেন ইয়োলো ক্যাব মালিক ও চালকদের আইনজীবী এরিক হ্যাকার। উবারের এই অবৈধ কার্যক্রম বন্ধের বিষয়ে সিটির পক্ষে শক্তিশালী আইনী পদক্ষেপ নেয়ারও দাবী করেন তিনি।-টাইম টিভি