সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

- প্রকাশের সময় : ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৯০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতোন পর্যটক ও ভিন্ন দেশের নাগরিকদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। তবে করোনার দুই ডোজ টিকা নেয়া না থাকলে কোনো পর্যটক বা বিদেশি দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘দুবার টিকা পেয়ে থাকলে আমরা আপনাকে স্বাগত জানাতে প্রতীক্ষা করছি।’
আন্তর্জাতিক শিক্ষার্থীসহ অনেক ক্ষেত্রের জন্যই সীমান্ত খোলার বিষয়টি অনেক বড় একটি সুসংবাদ। করোনাভাইরাস মহামারিতে অস্ট্রেলিয়ার নেয়া সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল বিশ্বের সবচেয়ে কঠোরগুলোর একটি।
২০২০ সালের মার্চ মাসে দেশটির সরকার সীমান্ত বন্ধ করে দেয়। তখন থেকে বেশিরভাগ বিদেশিকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি। করোনার বিরুদ্ধে লড়তে বিদেশিদের আগমনের সংখ্যার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়।
গত ডিসেম্বর থেকে কিছু সংখ্যক বিদেশি শিক্ষার্থী এবং দক্ষ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।-সূত্র: বিবিসি
হককথা/এমউএ