নিউইয়র্ক ০১:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী রাশিয়া যাচ্ছেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া সফরে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এই তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন।

এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মস্কো সফর করেন। এর মাস খানে পরেই তৎকালীন সেনা প্রধান পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানে দেশের ক্ষমতা দখল করেন। এর আগে ১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন সরকারপ্রধান রাশিয়া সফর করেন।

পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং মজবুত করার প্রচেষ্টা চালিয়েছে। ২০১৪ সালে রাশিয়া পাকিস্তানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যহার করে।

প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে ইমরান খান রাশিয়া সফরে যাচ্ছেন উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। পুতিন তার দেশ সফরে প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী চলতি মাসে রাশিয়া যাবেন। রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আনন্দপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পাক প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, আফগানিস্তান পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং ১১শ কিলোমিটার দূরত্বের পাকিস্তানের গ্যাস লাইন এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী রাশিয়া যাচ্ছেন

প্রকাশের সময় : ০৮:২৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া সফরে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এই তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত দুই দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন।

এর আগে ১৯৯৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মস্কো সফর করেন। এর মাস খানে পরেই তৎকালীন সেনা প্রধান পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানে দেশের ক্ষমতা দখল করেন। এর আগে ১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন সরকারপ্রধান রাশিয়া সফর করেন।

পাকিস্তান টুডের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ এবং মজবুত করার প্রচেষ্টা চালিয়েছে। ২০১৪ সালে রাশিয়া পাকিস্তানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যহার করে।

প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে ইমরান খান রাশিয়া সফরে যাচ্ছেন উল্লেখ করে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। পুতিন তার দেশ সফরে প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী চলতি মাসে রাশিয়া যাবেন। রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আনন্দপূর্ণ পরিবর্তন হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পাক প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, আফগানিস্তান পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং ১১শ কিলোমিটার দূরত্বের পাকিস্তানের গ্যাস লাইন এগিয়ে নেওয়া গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
হককথা/এমউএ