নিউইয়র্ক ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পণ্য ক্রয়ের চুক্তি নিয়ে চীনের ‘বাস্তবিক পদক্ষেপ’ চায় যুক্তরাষ্ট্র

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:২৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫১ বার পঠিত

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার কোটি যুক্তরাষ্ট্র ডলারের (২০০ বিলিয়ন) পণ্য কেনার যে চুক্তিটি করেছিল চীন, তা নিয়ে ‘বাস্তবিক পদক্ষেপ’ গ্রহণের জন্য দেশটিকে সোমবার চাপ প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ২০২০ ও ২০২১ সালে চীনের সঙ্গে ওই চুক্তি সই হয়। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চুক্তিতে উল্লেখিত অঙ্গীকার অনুযায়ী, ‘পর্যায়-১’ এর আওতায় ২০০ বিলিয়ন ডলারের যুক্তরাষ্ট্রের পণ্য ক্রয় করার কথা রয়েছে চীনের।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, বেইজিংয়ের ওপর ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বেইজিং দুই বছরে পণ্য ক্রয়ের যে অঙ্গীকার করেছিল, ২০২১ সালে তার মেয়াদ শেষ হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তারা এ নিয়ে কোনো অগ্রগতি দেখাচ্ছে না।

পুরো বছরের বাণিজ্য নিয়ে নথি প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর একদিন আগেই দেশটি থেকে চীনের পণ্য ক্রয় সংক্রান্ত চুক্তির বিষয়ে এসব তথ্য প্রকাশ করা হলো।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি বিদ্যমান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফার্মগুলোর পণ্য, উৎপাদিত জিনিসপত্র, জ্বালানী ও সেবা খাতের পণ্য আমদানির ক্ষেত্রে এ ঘাটতি বেশ বড়সড়।

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারনেশনাল ইকোনোমিকসের জ্যেষ্ঠ ফিলো চাদ বউনের দেয়া বাণিজ্য সংক্রান্ত তথ্য অনুযায়ী, (গত বছরের) নভেম্বর জুড়ে চীন কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য কমিয়ে আনতে মাত্র ৬০ শতাংশ লক্ষ্য পূরণে সামর্থ্য হয়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিতে বাণিজ্য চুক্তিকে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চুক্তি অনুযায়ী কাজ করার জন্য চীনের ওপর চাপ প্রয়োগ করছেন।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, পণ্য ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে চীন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ওয়াশিংটন ‘বাস্তবিক পদক্ষেপ’ চায়, ‘কথার খাতিরে কথা’ নয়।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পণ্য ক্রয়ের চুক্তি নিয়ে চীনের ‘বাস্তবিক পদক্ষেপ’ চায় যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ০৭:২৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২

হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ২০ হাজার কোটি যুক্তরাষ্ট্র ডলারের (২০০ বিলিয়ন) পণ্য কেনার যে চুক্তিটি করেছিল চীন, তা নিয়ে ‘বাস্তবিক পদক্ষেপ’ গ্রহণের জন্য দেশটিকে সোমবার চাপ প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে ২০২০ ও ২০২১ সালে চীনের সঙ্গে ওই চুক্তি সই হয়। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চুক্তিতে উল্লেখিত অঙ্গীকার অনুযায়ী, ‘পর্যায়-১’ এর আওতায় ২০০ বিলিয়ন ডলারের যুক্তরাষ্ট্রের পণ্য ক্রয় করার কথা রয়েছে চীনের।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, বেইজিংয়ের ওপর ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বেইজিং দুই বছরে পণ্য ক্রয়ের যে অঙ্গীকার করেছিল, ২০২১ সালে তার মেয়াদ শেষ হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তারা এ নিয়ে কোনো অগ্রগতি দেখাচ্ছে না।

পুরো বছরের বাণিজ্য নিয়ে নথি প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর একদিন আগেই দেশটি থেকে চীনের পণ্য ক্রয় সংক্রান্ত চুক্তির বিষয়ে এসব তথ্য প্রকাশ করা হলো।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি বিদ্যমান। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফার্মগুলোর পণ্য, উৎপাদিত জিনিসপত্র, জ্বালানী ও সেবা খাতের পণ্য আমদানির ক্ষেত্রে এ ঘাটতি বেশ বড়সড়।

যুক্তরাষ্ট্রের থিংক ট্যাংক পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারনেশনাল ইকোনোমিকসের জ্যেষ্ঠ ফিলো চাদ বউনের দেয়া বাণিজ্য সংক্রান্ত তথ্য অনুযায়ী, (গত বছরের) নভেম্বর জুড়ে চীন কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য কমিয়ে আনতে মাত্র ৬০ শতাংশ লক্ষ্য পূরণে সামর্থ্য হয়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিতে বাণিজ্য চুক্তিকে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চুক্তি অনুযায়ী কাজ করার জন্য চীনের ওপর চাপ প্রয়োগ করছেন।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, পণ্য ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে চীন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ওয়াশিংটন ‘বাস্তবিক পদক্ষেপ’ চায়, ‘কথার খাতিরে কথা’ নয়।
হককথা/এমউএ