রোনালদোর জন্মদিন মাটি

- প্রকাশের সময় : ০৬:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ৪৯ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : জীবনের ৩৭তম বসন্তে পা রেখেছেন গতকাল। কিন্তু ভুলে যাওয়ার মতো একটা রাত কাটলো ক্রিস্টিয়ানো রোনালদোর। শুক্রবার মিডলসবরোর বিপক্ষে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পেনাল্টি মিস করেন তিনি। তার দল ম্যানচেস্টার ইউনাইটেড ছিটকে যায় পেনাল্টি শুটআউটে। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগে খেলা মিডলসবরোর বিপক্ষে পূর্ণশক্তির দলই নামান ম্যানইউ কোচ রাল্ফ রাংনিক। নির্ধারিত ৯০ মিনিটে ছিল ১-১ সমতা। অতিরিক্ত ৩০ মিনিটেও ব্যবধান গড়তে পারেনি কেউ। পরে টাইব্রেকারে ৮-৭ গোলে হেরে যায় ম্যানইউ।
মিডলসবরোর বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে এদিন ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড।
২০তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন রোনালদো। পাঁচ মিনিট বাদেই অবশ্য ম্যানইউর আক্ষেপ ঘুচান জ্যাডন সানচো। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে তিনি এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মিডলসবরো। ৬৪তম মিনিটে গোল করেন ম্যাট ক্রুকস। এরপর বেশ কয়েকটি পরিবর্তন এনেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ম্যানইউ।
পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটেই গোল করে উভয় দল।
এমনকি পঞ্চম ও ষষ্ঠ শটেও লেভেল থাকে স্কোরলাইন। কিন্তু সপ্তম শট মিস করে বসেন ম্যানইউর অ্যান্থনি এলাঙ্গা। এরপর মার্টিন পায়েরোর লক্ষ্যভেদে আনন্দে ভাসে মিডলসবরো। আর ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানইউ ডুবে হাতাশায়। ২০১৭ সালে শেষবার কোনো ট্রফি জিতেছিল ঐতিহ্যবাহী দলটি। এফএ কাপের আগে লীগ কাপ থেকেও ছিটকে যায় ম্যানইউ। আর চলতি প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় রালফ রাংনিকের দল রয়েছে ৪ নম্বরে। শীর্ষে থাকা ম্যাচেস্টার সিটির চেয়ে ম্যানইউ পিছিয়ে ১৯ পয়েন্ট। ফলে লীগ জয়ের কোনো সম্ভাবনা নেই তাদের। ম্যানইউর একমাত্র ভরসা এখন উয়েফা চ্যাম্পিয়নস লীগ। এই আসরেও ব্যর্থ হলে ট্রফিশূন্য আরেকটি বছর কাটবে ইউনাইটেডের।
হককথা/এমউএ