বিজ্ঞাপন :
জামিনে মুক্ত বদি
রিপোর্ট:
- প্রকাশের সময় : ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪
- / ৯৬৩ বার পঠিত
কক্সাবাজার- ৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দুদকের মামলায় ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সোমবার বিকেলে বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট রমনা মডেল থানায় বদির বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১২ অক্টোবর এই মামলায় নিম্ন আদালতে জামিন চান বদি।
কিন্তু আদালত তাকে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠায়। এই জামিন না মঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন বদি। তার পক্ষে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানি অংশ নেন। শুনানি শেষে হাইকোট বদির জামিন মঞ্জুর করে আদালত।
Tag :