নিউইয়র্ক ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের মিডিয়া কড়চা-০৮

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৮২ বার পঠিত

নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলো বিশেষ করে প্রিন্ট মিডিয়াগুলো ফ্রি (বিনামূল্যে) পাঠকদের হাতে পৌছলেও পত্রিকাগুলো পাঠকপ্রিয়তা ধরে রাখার জন্য খবরাখবর, প্রবন্ধ, নিবন্ধ, ফিচার প্রভৃতি প্রকাশের পাশাপাশি মেকআপ-গেটআপে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এটাই স্বাভাবিক। বিষয়টি অনেকরই নজর কেড়েছে। এতে পাঠকদের কাছ থেকে ফলও পাওয়া যাচ্ছে। নিউইয়র্কের প্রায় সকল পত্রিকারই ইন্টারন্টে সংস্করণ বা ওয়েবসাইট থাকলেও সকল পত্রিকা এখন অঅর প্রিন্ট হচ্ছে না। তবে যে কয়টি পত্রিকার প্রিন্ট প্রকাশনা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলোর মেকআপ-গেটআপ আর নিউজ পরিবেশনা ভালো সেগুলো হতে হাতে পাঠক নিয়ে নিচ্ছেন। আবার অনেক পত্রিকার স্তুপ পড়ে থাকতে দেখা যায়। এনিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষণীয়।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২৫ জানুয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘পরীক্ষাকে ফাঁকি স্টেলথ ওমিক্রনের ফের নয়া আতঙ্ক!’, ২৬ জানুয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘নিউইয়র্ক এখন ক্রাইম সিটি’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘ট্রাম্পের পাবলিক চার্জ বাতিল’, ২৭ জানুয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘অপরাধ প্রবণতা বাড়ছেই : গুলিতে ২ পুলিশ নিহত : নিউইয়র্ক সিটির আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘ইউক্রেন নিয়ে আমেরিকা-রাশিয়া উত্তেজনা’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘চ্যালেঞ্জের মুখে মেয়র এরিক অ্যাডামস’, ২৮ জানুয়ারী প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘পরিস্থিতি পর্যালোচনায় প্রেসিডেন্ট আসছেন : ভায়োলেন্স দমনে মেয়রের বøপ্রিন্ট : নিউইয়র্কে শান্তি-শৃঙ্খলা নিয়ে শঙ্কা’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘মৃত্যু, নিখোঁজ : তবু ছুটছে দেশের তরুণরা ইউরোপ-আপেরিকার পথে’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘র‌্যাব নিষিদ্ধ নিয়ে তুঙ্গে আলোচনা’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘পরিবারের কারণে সরকারের সাড়ে তিনশো কোটি টাকার ক্ষতি : ফেঁসে যাচ্ছেন ডা. দীপু মনি’, ২৯ জানুয়ারী শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘অবশেষে প্রেসিডেন্ট বাইডেনের সদিচ্ছায় ১৫ বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মওকুফ’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘প্রেসিডেন্ট হয়ে প্রথমদিনই লবিষ্ট নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছিলেন বাইডেন’ ও ‘ইতালীতে অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের ২৭৩ জনই বাংলাদেশী’। অপরদিকে ২৪ জানুয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘কূটনীতিক সানিউল কাদেরের প্রত্যাহার নিয়ে তোলপাগ : কারণ কি শুধুই সেক্স চ্যাটিং না তথ্য পাচার’ ।
গেলো সপ্তাহে প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘সাবওয়ে যাত্রীদেও নিরাপত্তাহীনতা’, আজকাল এর ‘সাবওয়েতে সাবধান!’ এবং বাঙালী’র ‘একটি নিরাপদ সিটির প্রত্যাশা’ শীর্ষক সম্পাদকীয় সময়োপযুগী এবং ঠিকানা’র ‘যুক্তরাষ্ট্র আ’লীগ চুপ : বিএনপি যেন মহাচুপ’ এবং ‘স্বদেশ ছেড়ে ভিনদেশে পাড়ি দিচ্ছেন তারকারা’, দেশ-এর ‘জিয়ার জন্মদিন পালন করার কেউ নেই : ঝাঁকে ঝাঁকে নেতা ভুরি ভুরি সংগঠন’, আজকাল-এর ‘শাহনেওয়াজ-পার্থ ঘটনায় বিস্মিত কমিউনিটি’, বাঙালীর ‘স্পেশালাইজড হাই স্কুলের শিক্ষা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ৩ বাংলাদেশী ছাত্রী’ শীর্ষক প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত/আলোচিত হয়েছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
৩১ জানুয়ারী ২০২২

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কের মিডিয়া কড়চা-০৮

প্রকাশের সময় : ০৩:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলো বিশেষ করে প্রিন্ট মিডিয়াগুলো ফ্রি (বিনামূল্যে) পাঠকদের হাতে পৌছলেও পত্রিকাগুলো পাঠকপ্রিয়তা ধরে রাখার জন্য খবরাখবর, প্রবন্ধ, নিবন্ধ, ফিচার প্রভৃতি প্রকাশের পাশাপাশি মেকআপ-গেটআপে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এটাই স্বাভাবিক। বিষয়টি অনেকরই নজর কেড়েছে। এতে পাঠকদের কাছ থেকে ফলও পাওয়া যাচ্ছে। নিউইয়র্কের প্রায় সকল পত্রিকারই ইন্টারন্টে সংস্করণ বা ওয়েবসাইট থাকলেও সকল পত্রিকা এখন অঅর প্রিন্ট হচ্ছে না। তবে যে কয়টি পত্রিকার প্রিন্ট প্রকাশনা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলোর মেকআপ-গেটআপ আর নিউজ পরিবেশনা ভালো সেগুলো হতে হাতে পাঠক নিয়ে নিচ্ছেন। আবার অনেক পত্রিকার স্তুপ পড়ে থাকতে দেখা যায়। এনিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষণীয়।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২৫ জানুয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘পরীক্ষাকে ফাঁকি স্টেলথ ওমিক্রনের ফের নয়া আতঙ্ক!’, ২৬ জানুয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘নিউইয়র্ক এখন ক্রাইম সিটি’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘ট্রাম্পের পাবলিক চার্জ বাতিল’, ২৭ জানুয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘অপরাধ প্রবণতা বাড়ছেই : গুলিতে ২ পুলিশ নিহত : নিউইয়র্ক সিটির আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘ইউক্রেন নিয়ে আমেরিকা-রাশিয়া উত্তেজনা’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘চ্যালেঞ্জের মুখে মেয়র এরিক অ্যাডামস’, ২৮ জানুয়ারী প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘পরিস্থিতি পর্যালোচনায় প্রেসিডেন্ট আসছেন : ভায়োলেন্স দমনে মেয়রের বøপ্রিন্ট : নিউইয়র্কে শান্তি-শৃঙ্খলা নিয়ে শঙ্কা’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘মৃত্যু, নিখোঁজ : তবু ছুটছে দেশের তরুণরা ইউরোপ-আপেরিকার পথে’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘র‌্যাব নিষিদ্ধ নিয়ে তুঙ্গে আলোচনা’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘পরিবারের কারণে সরকারের সাড়ে তিনশো কোটি টাকার ক্ষতি : ফেঁসে যাচ্ছেন ডা. দীপু মনি’, ২৯ জানুয়ারী শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘অবশেষে প্রেসিডেন্ট বাইডেনের সদিচ্ছায় ১৫ বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মওকুফ’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘প্রেসিডেন্ট হয়ে প্রথমদিনই লবিষ্ট নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছিলেন বাইডেন’ ও ‘ইতালীতে অভিবাসন প্রত্যাশী ২৮৭ জনের ২৭৩ জনই বাংলাদেশী’। অপরদিকে ২৪ জানুয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘কূটনীতিক সানিউল কাদেরের প্রত্যাহার নিয়ে তোলপাগ : কারণ কি শুধুই সেক্স চ্যাটিং না তথ্য পাচার’ ।
গেলো সপ্তাহে প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘সাবওয়ে যাত্রীদেও নিরাপত্তাহীনতা’, আজকাল এর ‘সাবওয়েতে সাবধান!’ এবং বাঙালী’র ‘একটি নিরাপদ সিটির প্রত্যাশা’ শীর্ষক সম্পাদকীয় সময়োপযুগী এবং ঠিকানা’র ‘যুক্তরাষ্ট্র আ’লীগ চুপ : বিএনপি যেন মহাচুপ’ এবং ‘স্বদেশ ছেড়ে ভিনদেশে পাড়ি দিচ্ছেন তারকারা’, দেশ-এর ‘জিয়ার জন্মদিন পালন করার কেউ নেই : ঝাঁকে ঝাঁকে নেতা ভুরি ভুরি সংগঠন’, আজকাল-এর ‘শাহনেওয়াজ-পার্থ ঘটনায় বিস্মিত কমিউনিটি’, বাঙালীর ‘স্পেশালাইজড হাই স্কুলের শিক্ষা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ৩ বাংলাদেশী ছাত্রী’ শীর্ষক প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত/আলোচিত হয়েছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
৩১ জানুয়ারী ২০২২