নিউইয়র্ক ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শহিদের সঙ্গে রাত কাটানো যেন দুঃস্বপ্ন : কঙ্গনা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় খুব কম তারকা রয়েছেন, যার সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক ভালো। গোটা বলিউডকে তিনি ‘বুলিউড’ তকমা দিয়েছেন স্বজনপোষণের অভিযোগ তুলে।

তাই ধারণা করে নেওয়াই যায় যে, তারকা-সন্তান শহিদ কাপুরের সঙ্গেও খুব বেশি বনে না কঙ্গনার। যদিও শহিদ কখনও তার সহ-অভিনেত্রীর সমালোচনা করেননি।

কিন্তু এক সাক্ষাৎকারে কঙ্গনা এই নায়কের সম্পর্কে নানাবিধ কথা বলেছেন।

বিশাল ভারদ্বজের ছবি ‘রঙ্গুন’র শ্যুটিংয়ের সময়ে একটি জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে থাকা হয়েছিল দিনকয়েক। একই তাঁবুতে রাত কাটাতে হয়েছিল কঙ্গনা-শহিদকে। সেইসব দিনগুলো নাকি কঙ্গনার কাছে দুঃস্বপ্নের সমান।

কঙ্গনার অভিযোগ, প্রতিদিন সকালে তার ঘুম ভাঙতো কান ফাটানো গানে। শহিদ সকাল সকাল জোরে গান চালিয়ে শরীরচর্চা করতেন। শহিদের জ্বালায় কঙ্গনা অন্য তাঁবুতে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কলাকুশলীদের।

কিন্তু তার সে আর্জি পূরণ করা হয়েছিল কিনা তা খোলসা করেননি ‘কুইন’।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শহিদের সঙ্গে রাত কাটানো যেন দুঃস্বপ্ন : কঙ্গনা

প্রকাশের সময় : ০১:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় খুব কম তারকা রয়েছেন, যার সঙ্গে কঙ্গনা রানাউতের সম্পর্ক ভালো। গোটা বলিউডকে তিনি ‘বুলিউড’ তকমা দিয়েছেন স্বজনপোষণের অভিযোগ তুলে।

তাই ধারণা করে নেওয়াই যায় যে, তারকা-সন্তান শহিদ কাপুরের সঙ্গেও খুব বেশি বনে না কঙ্গনার। যদিও শহিদ কখনও তার সহ-অভিনেত্রীর সমালোচনা করেননি।

কিন্তু এক সাক্ষাৎকারে কঙ্গনা এই নায়কের সম্পর্কে নানাবিধ কথা বলেছেন।

বিশাল ভারদ্বজের ছবি ‘রঙ্গুন’র শ্যুটিংয়ের সময়ে একটি জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে থাকা হয়েছিল দিনকয়েক। একই তাঁবুতে রাত কাটাতে হয়েছিল কঙ্গনা-শহিদকে। সেইসব দিনগুলো নাকি কঙ্গনার কাছে দুঃস্বপ্নের সমান।

কঙ্গনার অভিযোগ, প্রতিদিন সকালে তার ঘুম ভাঙতো কান ফাটানো গানে। শহিদ সকাল সকাল জোরে গান চালিয়ে শরীরচর্চা করতেন। শহিদের জ্বালায় কঙ্গনা অন্য তাঁবুতে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কলাকুশলীদের।

কিন্তু তার সে আর্জি পূরণ করা হয়েছিল কিনা তা খোলসা করেননি ‘কুইন’।
হককথা/এমউএ