নিউইয়র্ক ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র : গ্রেগোরি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৭ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করতে চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্য ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস।

নিউইয়র্কের কুইন্স এলাকায় তহবিল সংগ্রহের উদ্দেশে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমরা এটি নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছি না।

তিনি আরও বলেন, আমরা এখনও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ অব্যাহত রেখেছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে।

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেগোরি একজন চৌকস আইনজীবী এবং তিনি ১৯৯৮ সাল থেকে নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ২০২১ সাল থেকে পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও বিধিনিষেধ আরোপ করছি না। একটি প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সম্পূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা পর্যবেক্ষণ করছি।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য গ্রেগোরি আরও জানান, বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে থেকে একটি সুবিধাবাদী মহল আরও কিছু কর্মকর্তা, এমনকি রাজনীতিবিদদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রবলভাবে লবিং চালাচ্ছে। কিন্তু আমরা তাদের মুখের কথায় কাজ করবো না। এটা সম্ভব নয়। সবকিছু যাচাই-বাছাই করার পর আমরা সঠিক উদ্যোগ নেব।

তিনি এ বছরে বাংলাদেশে এসে মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় সরেজমিনে দেখার ইচ্ছা প্রকাশ করেন বলেন, এর আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল সংক্রান্ত কংগ্রেসের উপ-কমিটির সঙ্গে কথা বলব। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ বিষয়ে কংগ্রেসে শুনানি আয়োজনের ব্যবস্থা করব।

গ্রেগোরি তার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত। কংগ্রেসে তার ভোটারদের দৃঢ় প্রতিনিধিত্ব করা এবং জোট গঠনে অপরিসীম দক্ষতার জন্যেও তিনি সুপরিচিত। তিনি নিউইয়র্কের পঞ্চম কংগ্রেসনাল ডিসট্রিক্টের প্রতিনিধিত্ব করেন, যে এলাকা মূলত বাংলাদেশী-আমেরিকান অধ্যুষিত।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র : গ্রেগোরি

প্রকাশের সময় : ০৫:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করতে চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেস সদস্য ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস।

নিউইয়র্কের কুইন্স এলাকায় তহবিল সংগ্রহের উদ্দেশে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, আমরা এটি নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছি না।

তিনি আরও বলেন, আমরা এখনও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ অব্যাহত রেখেছি। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে।

নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেগোরি একজন চৌকস আইনজীবী এবং তিনি ১৯৯৮ সাল থেকে নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি ২০২১ সাল থেকে পররাষ্ট্রনীতি সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও বিধিনিষেধ আরোপ করছি না। একটি প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সম্পূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা পর্যবেক্ষণ করছি।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য গ্রেগোরি আরও জানান, বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে থেকে একটি সুবিধাবাদী মহল আরও কিছু কর্মকর্তা, এমনকি রাজনীতিবিদদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রবলভাবে লবিং চালাচ্ছে। কিন্তু আমরা তাদের মুখের কথায় কাজ করবো না। এটা সম্ভব নয়। সবকিছু যাচাই-বাছাই করার পর আমরা সঠিক উদ্যোগ নেব।

তিনি এ বছরে বাংলাদেশে এসে মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় সরেজমিনে দেখার ইচ্ছা প্রকাশ করেন বলেন, এর আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল সংক্রান্ত কংগ্রেসের উপ-কমিটির সঙ্গে কথা বলব। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ বিষয়ে কংগ্রেসে শুনানি আয়োজনের ব্যবস্থা করব।

গ্রেগোরি তার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত। কংগ্রেসে তার ভোটারদের দৃঢ় প্রতিনিধিত্ব করা এবং জোট গঠনে অপরিসীম দক্ষতার জন্যেও তিনি সুপরিচিত। তিনি নিউইয়র্কের পঞ্চম কংগ্রেসনাল ডিসট্রিক্টের প্রতিনিধিত্ব করেন, যে এলাকা মূলত বাংলাদেশী-আমেরিকান অধ্যুষিত।
হককথা/এমউএ