নিউইয়র্ক ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র : বোম্ব সাইক্লোনের শঙ্কা : পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • / ৭৫ বার পঠিত

হককথা ডেস্ক: ভয়াবহ এক তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পূর্ব উপকূল জুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলা করতে হচ্ছে দেশটিকে। ইতোমধ্যে নিউইয়র্ক-নিউজার্সী সহ পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে, এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।
নিউইয়র্ক, নিউজার্সী, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নররা তাদের রাজ্যে জররি অবস্থা ঘোষণা করেছেন। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও তারা সতর্ক করে দিয়েছেন। আমেরিকার সংবাদ মাধ্যম বলছে ঝড়টি যে পথ ধরে অগ্রসর হবে সেখানে সাড়ে সাত কোটি মানুষের বসবাস।
এদিকে শীতকালীন ঝড়ে অচল হয়ে পড়েছে নিউইয়র্ক সিটিসহ ট্রাই স্টেটের জনজীবন। শুক্রবার সকাল থেকে এ অঞ্চলে টানা তুষারপাত হচ্ছে। সেই সঙ্গে ২৫ থেকে ৩৫ মাইল বেগে বাইছে দমকা হাওয়া। আবহাওয়া বিভাগ জানায়, শনিবার বিকেলে পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে। এসময় কোথাও কোথাও এক ইঞ্চির বেশি তুষার জমতে পারে। এ অবস্থায় একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার আহবান জানিয়েছেন নিউইয়র্ক মেয়র। বৈরি আবহাওয়ার কারণে ইতোমধ্যে নিউইয়র্কের ৫টি বরো ও নিউজার্সীতে স্টেট ইমার্জেন্সি ঘোষণা করেছেন দুটি রাজ্যের গভর্নর। শনিবার সকাল ৮টা থেকে বন্ধ থাকবে লং আইল্যান্ড রেল রোডের পরিষেবা। তবে, শহরের সাবওয়ে ও বাস স্বাভাবিকভাবে চলবে বলে জানান নিউইয়র্ক গভর্নর। নিউইয়র্কের স্টেট ইমার্জেন্সি কার্যকর হয়েছে রাত আটটা থেকে আর নিউজার্সী’র বিকেল ৫টা থেকে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস শনিবারে টিকা দেওয়ার মতো আরো কিছু কর্মসূচি বাতিল করেছেন। রাজ্যের গভর্নর হকুল তার বাসিন্দাদের ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।
বিবিসি’র খবরে বলা হয়েছে: বোস্টন শহরের মেয়র মিশেল উ বলেছেন, এবারের তুষার ঝড়টি ‘ঐতিহাসিক’ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইংল্যান্ড রাজ্য দুই ফুটেরও বেশি গভীর বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া কর্মকর্তারা পূর্ব উপকূল জুড়ে বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। সংশ্লিস্টরা বলছেন, নরইস্টার নামে পরিচিত এই ঝড়ে বোস্টন অঙ্গরাজ্য ৬১ সেন্টিমিটার পুরু বরফের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে শুক্র থেকে রোববারের মধ্যে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের তীব্রতা এতো দ্রæত বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূল জুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি তৈরি হতে পারে। বলা হচ্ছে, এর ফলে ভয়ঙ্কর ধরনের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে পরিচিত।
বোস্টনের আবহাওয়া দপ্তর বলেছে, ঝড়ের ফলে যোগাযোগ ও ভ্রমণ সীমিত হয়ে পড়তে পারে। শনিবার সকাল থেকেই শক্তিশালী এই ঝড়ের আঁচ পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যে তুষারপাত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, বাতাসের গতি আরও তীব্র হবে এবং সেটি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছানোরও সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব উপকূল জুড়ে ইতোমধ্যে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ছবি: ফাইল ফটো

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র : বোম্ব সাইক্লোনের শঙ্কা : পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

প্রকাশের সময় : ০৯:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

হককথা ডেস্ক: ভয়াবহ এক তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পূর্ব উপকূল জুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষারঝড় মোকাবেলা করতে হচ্ছে দেশটিকে। ইতোমধ্যে নিউইয়র্ক-নিউজার্সী সহ পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে, এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।
নিউইয়র্ক, নিউজার্সী, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নররা তাদের রাজ্যে জররি অবস্থা ঘোষণা করেছেন। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও তারা সতর্ক করে দিয়েছেন। আমেরিকার সংবাদ মাধ্যম বলছে ঝড়টি যে পথ ধরে অগ্রসর হবে সেখানে সাড়ে সাত কোটি মানুষের বসবাস।
এদিকে শীতকালীন ঝড়ে অচল হয়ে পড়েছে নিউইয়র্ক সিটিসহ ট্রাই স্টেটের জনজীবন। শুক্রবার সকাল থেকে এ অঞ্চলে টানা তুষারপাত হচ্ছে। সেই সঙ্গে ২৫ থেকে ৩৫ মাইল বেগে বাইছে দমকা হাওয়া। আবহাওয়া বিভাগ জানায়, শনিবার বিকেলে পর্যন্ত তুষারপাত অব্যাহত থাকবে। এসময় কোথাও কোথাও এক ইঞ্চির বেশি তুষার জমতে পারে। এ অবস্থায় একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার আহবান জানিয়েছেন নিউইয়র্ক মেয়র। বৈরি আবহাওয়ার কারণে ইতোমধ্যে নিউইয়র্কের ৫টি বরো ও নিউজার্সীতে স্টেট ইমার্জেন্সি ঘোষণা করেছেন দুটি রাজ্যের গভর্নর। শনিবার সকাল ৮টা থেকে বন্ধ থাকবে লং আইল্যান্ড রেল রোডের পরিষেবা। তবে, শহরের সাবওয়ে ও বাস স্বাভাবিকভাবে চলবে বলে জানান নিউইয়র্ক গভর্নর। নিউইয়র্কের স্টেট ইমার্জেন্সি কার্যকর হয়েছে রাত আটটা থেকে আর নিউজার্সী’র বিকেল ৫টা থেকে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস শনিবারে টিকা দেওয়ার মতো আরো কিছু কর্মসূচি বাতিল করেছেন। রাজ্যের গভর্নর হকুল তার বাসিন্দাদের ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন।
বিবিসি’র খবরে বলা হয়েছে: বোস্টন শহরের মেয়র মিশেল উ বলেছেন, এবারের তুষার ঝড়টি ‘ঐতিহাসিক’ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইংল্যান্ড রাজ্য দুই ফুটেরও বেশি গভীর বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া কর্মকর্তারা পূর্ব উপকূল জুড়ে বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। সংশ্লিস্টরা বলছেন, নরইস্টার নামে পরিচিত এই ঝড়ে বোস্টন অঙ্গরাজ্য ৬১ সেন্টিমিটার পুরু বরফের নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে শুক্র থেকে রোববারের মধ্যে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের তীব্রতা এতো দ্রæত বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূল জুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি তৈরি হতে পারে। বলা হচ্ছে, এর ফলে ভয়ঙ্কর ধরনের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে পরিচিত।
বোস্টনের আবহাওয়া দপ্তর বলেছে, ঝড়ের ফলে যোগাযোগ ও ভ্রমণ সীমিত হয়ে পড়তে পারে। শনিবার সকাল থেকেই শক্তিশালী এই ঝড়ের আঁচ পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যে তুষারপাত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, বাতাসের গতি আরও তীব্র হবে এবং সেটি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছানোরও সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব উপকূল জুড়ে ইতোমধ্যে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ছবি: ফাইল ফটো