ইউক্রেনে রুশ হামলার ফল হবে ভয়ঙ্কর, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

- প্রকাশের সময় : ০১:৩০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১২৬ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন হবে ‘ভয়ঙ্কর’ এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহাতের ঘটনা ঘটতে পারে।
এমন এক সময়ে তিনি এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকটকে কেন্দ্র করে পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসির খবরে শনিবার বলা হয়, ইউক্রেন সীমান্তের কাছে এক লাখ সেনা মোতায়েনকে জেনারেল মিলি ‘শীতল যুদ্ধে’র (স্নায়ুযুদ্ধ) পর সবচেয়ে বড় সেনা সমাবেশ বলে বর্ণনা করেছেন।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, কূটনৈতিক প্রচেষ্ঠার মাধ্যমে সংঘাত এখনো এড়ানো যেতে পারে।
রাশিয়ার এ হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে হুমকি বলে বর্ণনা করেছে।
পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সময় শুক্রবার বাইডেন সরকারে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল মিলি বলেন, ‘যে হারে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে, তারা যদি হামলা চালায়, তাহলে তার ফলাফল হবে গুরুতর।’
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান বলেন, ‘এটা যদি ইউক্রেনে হামলা চালায়, এটা হবে উল্লেখযোগ্য, উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের কারণ।’
যুক্তরাষ্ট্রের জেনারেল সতর্ক করে বলেন, ঘনবসতিপূর্ণ গ্রামীণ এলাকায় লড়াইটা হবে ‘ভয়ঙ্কর’।
শুক্রবার প্রকাশিত আল জাজিরার এক খবরে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার মূল দাবিটি মেনে নেয়নি।
এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব-ইউরোপে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
হককথা/এমউএ