বিজ্ঞাপন :
তাদের ‘ঘটক’
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১০৭ বার পঠিত
বিনোদন ডেস্ক : গতানুগতিক গল্পের নাটক এখন আর দর্শক গ্রহণ করেন না। সে কারণেই নির্মাতারাও চেষ্টা করছেন গল্পে ও নির্মাণে কতোটা ভিন্নতা আনা যায়। তারই ধারাবাহিকতায় নতুন একটি নাটক পরিচালনা করলেন চলতি সময়ের ব্যস্ত পরিচালক মহিদুল মহিম।
নাটকের নাম ‘ঘটক’। আর এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং তানজিন তিশা। সিএমভির ব্যানারে সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। রোমান্টিক ও কমেডিনির্ভর এ নাটকে অভিনয় প্রসঙ্গে আফরান নিশো বলেন, অনেক আলাদা গল্পের একটি নাটক। পুরো নাটকেই মজা খুঁজে পাওয়া যাবে।
এ নাটকটি সবাই পছন্দ করবেন বলেই আশা রাখি। এ নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, খুব সুন্দর গল্প। মজার গল্প। অনেকদিন পর এমন একটি কাজ করলাম। আর নিশো ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো। আমি মনে করে নাটকটি সবাই অনেক উপভোগ করবেন।
হককথা/এমউএ
Tag :






















