ম্যানহাটনের ইষ্ট ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডে আহত ১২
- প্রকাশের সময় : ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
- / ৮৭১ বার পঠিত
নিউইয়র্ক: ম্যানহাটনের ইষ্ট ভিলেজ এলাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ফলে একটি ভবনের অনেকাংশ ধ্বসে পড়ে। ইস্ট ভিলেজের সেকেন্ড এভিনিউ এবং সেভেন্থ স্ট্রীটের কাছে এই অগ্নিকান্ডের পর সিটির ফায়ার ডিপার্টমেন্ট পাচটি ফায়ার এলার্মের প্রেক্ষিতে সেখানে ছুটে যায়। ছুটে যান ইমার্জেন্সি মেনেজম্যান্ট বিভাগের কর্মকর্তারাও। তারা জানান, বিকাল সাড়ে চারটায় একটি বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘঁনা ঘটে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। ভবনের নিচের একটি শুশি রেস্টুরেন্ট থেকে ঐ বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের সুত্রপাত বলেও জানান তারা। সাত তলা ঐ ভবনটি বাণিজ্যিক এবং আবাসিক দু’ভাবেই ব্যবহার হয়। এ ঘটনায় শুশি রেস্টুরেন্টের কর্মচারী সহ ১২ জন আহত হয়েছে যাদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। আগুন নেভাতে ১শ ৪০ জন ফায়ার ফাইটার কাজ করেছে। তাদের দীর্ঘক্ষন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা জায়নি। আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত তদন্ত করছে ফায়ার ডিপার্টমেন্ট।