শিক্ষামন্ত্রীর সঙ্গে শাবি শিক্ষকদের বৈঠক সন্ধ্যায়

- প্রকাশের সময় : ০৭:১৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ৮৭ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : উপচার্য পদত্যাগের দাবিতে শাহজালান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। চলমান সঙ্কট নিরসনে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে শাবিপ্রবির শিক্ষক প্রতিনিধিরা আলোচনায় বসছেন। দীপু মনির সরকারি বাসভবনে এ বৈঠক হওয়ার কথা।খবর বাংলাদেশ জার্নাল
শনিবার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। এরমধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসি কুমার দাস, সাধারণ সম্পাদক মহিবুল আলম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদ তালুকদার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম রুবেল।
এর আগে শুক্রবার বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন শিক্ষামন্ত্রী তাদেরকে আলোচনার জন্য ঢাকায় আসার প্রস্তাব দেন। শিক্ষার্থীরা প্রথমে আলোচনা করতে সম্মত হলেও পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেন। তারা অনলাইন মাধ্যমে আলোচনায় বসার প্রস্তাব দেন। তবে এখনও সে আলোচনা হয়নি। তবে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন চলমান রেখেছেন শিক্ষার্থীরা।
হককথা / এমউএ