বিজ্ঞাপন :
পাঁচ মাসে ৩০ দেশ, এক প্রপেলার বিশিষ্ট বিমানে বিশ্বজয় করে রেকর্ড সর্বকনিষ্ঠা জারার

রিপোর্ট:
- প্রকাশের সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১১৭ বার পঠিত
৩২৫ কিলোগ্রামের এক প্রপেলার বিশিষ্ট প্লেন চালিয়ে পাঁচ মাসে বিশ্বভ্রমণ সারলেন বছর উনিশের জারা রাদারফোর্ড, অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি।
পাইলট অভিভাবকের কাছে বড় হয়ে ওঠা জারা আকাশে উড়ে বেড়ানোকেই করেছেন জীবনের ধ্যান ও জ্ঞান। ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তাঁর।
২০২১-এর ১৮ অগস্ট যাত্রা শুরু করেন জারা। গত বৃহস্পতিবার বেলজিয়ামের কোরত্রে শহরের মাটি ছোঁয় তাঁর বিমানের চাকা এবং এখানেই শেষ হয় এই কন্যার বিশ্বভ্রমণ। স্পনসরশিপের শর্ত অনুযায়ী রাতের অন্ধকারে বিমানচালনা থেকে তিনি বিরত থাকেন।
হককথা/এসএ
Tag :