নিউইয়র্ক ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিদেশ থেকে প্রতি বছর চার লক্ষ দক্ষ কর্মীকে কাজে নিতে চলেছে ইউরোপের এই দেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ৫৭ বার পঠিত

কোভিড পরিস্থিতি-সহ নানা কারণে জার্মানির বিভিন্ন ক্ষেত্রে কর্মী সংখ্যার যথেষ্ট অভাব দেখা দিয়েছে। সেই অভাব পূরণ করতে এবং জনসংখ্যায় সামঞ্জস্য আনতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলিতে প্রতি বছর চার লক্ষ দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে জার্মানির সদ্য নিযুক্ত জোট সরকার। বিদেশ থেকেই সেই কর্মী আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সরকারের শরিক ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি)-এর নেতা ক্রিস্টিয়ান দুয়ের এ প্রসঙ্গে বলেন, “দক্ষ কর্মীর অভাব চরম পর্যায়ে পৌঁছেছে। এর ফলে দেশের অর্থনীতি ক্রমেই মন্থর হয়ে পড়ছে। যা খুবই উদ্বেগের বিষয়। তাই নবনির্বাচিত সরকার বিদেশ থেকে কর্মী আনার ভাবনাচিন্তা শুরু করেছে।”

নতুন অভিবাসন নীতিকে কাজে লাগিয়েই এই সমস্যা সমাধানের একটা পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন দুয়ের। যত দ্রুত সম্ভব ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করা হবে বলেও দাবি তাঁর।
হককথা/এসএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিদেশ থেকে প্রতি বছর চার লক্ষ দক্ষ কর্মীকে কাজে নিতে চলেছে ইউরোপের এই দেশ

প্রকাশের সময় : ১০:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

কোভিড পরিস্থিতি-সহ নানা কারণে জার্মানির বিভিন্ন ক্ষেত্রে কর্মী সংখ্যার যথেষ্ট অভাব দেখা দিয়েছে। সেই অভাব পূরণ করতে এবং জনসংখ্যায় সামঞ্জস্য আনতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলিতে প্রতি বছর চার লক্ষ দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে জার্মানির সদ্য নিযুক্ত জোট সরকার। বিদেশ থেকেই সেই কর্মী আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সরকারের শরিক ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি)-এর নেতা ক্রিস্টিয়ান দুয়ের এ প্রসঙ্গে বলেন, “দক্ষ কর্মীর অভাব চরম পর্যায়ে পৌঁছেছে। এর ফলে দেশের অর্থনীতি ক্রমেই মন্থর হয়ে পড়ছে। যা খুবই উদ্বেগের বিষয়। তাই নবনির্বাচিত সরকার বিদেশ থেকে কর্মী আনার ভাবনাচিন্তা শুরু করেছে।”

নতুন অভিবাসন নীতিকে কাজে লাগিয়েই এই সমস্যা সমাধানের একটা পথ খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন দুয়ের। যত দ্রুত সম্ভব ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করা হবে বলেও দাবি তাঁর।
হককথা/এসএ