নিউইয়র্ক ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সহজ লক্ষ্য পেল সাকিবের বরিশাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
  • / ৩৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : মিরপুরে রানের হাহাকার বুঝি শেষ হয় না। সে দৃশ্যের ব্যতিক্রম হলো না বিপিএলের শুরুর ম্যাচেও। শুরুর ওভারেই ফরচুন বরিশাল চেপে ধরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে, এরপর থেকে ইনিংসের শেষ পর্যন্ত রানের জন্য সংগ্রামই করতে হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

২০ ওভার শেষে ১২৫ রান তুলতে পারল মেহেদি হাসান মিরাজের দল, সাকিব আল হাসানের দলের সামনে তাই চ্যালেঞ্জটা দাঁড়াল ১২৬ রানের।

অথচ শুরুতে ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিলেন কেনার লুইস। দিন দুয়েক আগে ক্যারিবীয় এই ব্যাটার জানিয়েছিলেন, বাংলাদেশের মাটিতে ঝড় তুলতে তর সইছে না তার। ইনিংসের শুরুর বলে তার একটা নমুনাই যেন দেখালেন তিনি। শুরুর ওভার করতে আসা নাইম হাসানের করা হাফ ট্র্যাকারটাকে নিয়ে আছড়ে ফেলেছিলেন সীমানার ওপারে। এক বল পর নাইম বলটা ফেলেছিলেন আরেকটু সামনে, ফুলার লেন্থের বলটা ঠিকঠাক পড়তে না পারার খেসারত দেন লুইস, ধরা পড়েন বাউন্ডারি লাইনে।
হককথা / এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সহজ লক্ষ্য পেল সাকিবের বরিশাল

প্রকাশের সময় : ০৬:০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : মিরপুরে রানের হাহাকার বুঝি শেষ হয় না। সে দৃশ্যের ব্যতিক্রম হলো না বিপিএলের শুরুর ম্যাচেও। শুরুর ওভারেই ফরচুন বরিশাল চেপে ধরল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে, এরপর থেকে ইনিংসের শেষ পর্যন্ত রানের জন্য সংগ্রামই করতে হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

২০ ওভার শেষে ১২৫ রান তুলতে পারল মেহেদি হাসান মিরাজের দল, সাকিব আল হাসানের দলের সামনে তাই চ্যালেঞ্জটা দাঁড়াল ১২৬ রানের।

অথচ শুরুতে ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিলেন কেনার লুইস। দিন দুয়েক আগে ক্যারিবীয় এই ব্যাটার জানিয়েছিলেন, বাংলাদেশের মাটিতে ঝড় তুলতে তর সইছে না তার। ইনিংসের শুরুর বলে তার একটা নমুনাই যেন দেখালেন তিনি। শুরুর ওভার করতে আসা নাইম হাসানের করা হাফ ট্র্যাকারটাকে নিয়ে আছড়ে ফেলেছিলেন সীমানার ওপারে। এক বল পর নাইম বলটা ফেলেছিলেন আরেকটু সামনে, ফুলার লেন্থের বলটা ঠিকঠাক পড়তে না পারার খেসারত দেন লুইস, ধরা পড়েন বাউন্ডারি লাইনে।
হককথা / এমউএ