আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ বাংলাদেশের ৩ খেলোয়াড়

- প্রকাশের সময় : ০৬:১৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ৮১ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন বাংলাদেশের তিন তারকার। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোস্তাফিজুর রহমান।
সবচেয়ে বড় বিষয় হলো, বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন, সর্বোচ্চ তিনজন। টি-টোয়েন্টির মতো এই দলেরও অধিনায়ক পাকিস্তানের বাবর আজম।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশিত হয়েছে বর্ষসেরা ওয়ানডে একাদশ।
এর আগে আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ঠাঁই মিলেছিল কেবল বাংলাদেশের একজনের। তিনি মোস্তাফিজুর রহমান। ওয়ানডে দলেও জায়গা পেলেন তিনি। তার সঙ্গে রয়েছেন সাকিব-মুশফিক।
দলে বাংলাদেশের তিনজন, দুজন করে ঠাঁই মিলেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ডের কারও ঠাঁই হয়নি এই একাদশে।
গত বছরের পারফরম্যান্সের ভিত্তিতে গঠন করা হয়েছে এই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সব দলই গত বছর টি-টোয়েন্টি বেশি খেলেছে। বাকি সময়ও টেস্ট ক্রিকেটই প্রাধান্য পেয়েছে। ফলে পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে ১০ বা এর বেশি ওয়ানডে খেলেছে শুধু বাংলাদেশ (১২), শ্রীলঙ্কা (১৫), আয়ারল্যান্ড (১৪) ও দক্ষিণ আফ্রিকা (১০)।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ
পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফাখর জামান (পাকিস্তান), রাশি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহীম (বাংলাদেশ, উইকেটরক্ষক), ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড) ও দুষ্মন্তে চামিরা (শ্রীলঙ্কা)।
হককথা / এমউএ