নিউইয়র্কের মিডিয়া কড়চা-০৬

- প্রকাশের সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ২৮ বার পঠিত
নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলো চরম সঙ্কটের মধ্যেই প্রকাশিত ও সম্প্রচারিত হচ্ছে। এটি নতুন খবর নয়। নতুন খবর হচ্ছে সাংবাদিকের মধ্যে জনে জনে ওয়েব সাইট আর ইউটিউব চ্যানেল প্রকাশ ও প্রচারের প্রবনতা বৃদ্ধি। যা অশুভ প্রতিযোগিতারই ইঙ্গিত দিচ্ছে। যে অশুভ প্রতিযোগিতার জন্য বাংলা প্রিন্ট মিডিয়াগুলো আজ চরম সঙ্কটের মুখোমুখি। ‘কাট এন্ড পেস্ট’ নির্ভর মিডিয়া বা বিজ্ঞাপন নির্ভর মিডিয়ার সম্ভাবনা নিয়েও সংশ্লিস্ট মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। চাহিদার চেয়ে অধিক মিডিয়ার প্রকাশ/সম্প্রচারে বিব্রতকর অবস্থায় পড়ছেন বিজ্ঞাপনদাতারা।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ১১ জানুয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ায় ভয়াহ অগ্নিকান্ডে নিহত ২৯ আহত শতাধিক : বাড়ছে অগ্নিকান্ড অসতর্কতাই দায়ী?’, ১২ জানুয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশের সামনে ভয়ংকর সুনামি’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রের বিনিয়োগ তিন বিলিয়ন ডলার প্রয়োজন হিসাব ও রাজনীতির স্বচ্ছতার’, ১৩ জানুয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘ওিেমটেন্স যাচ্ছে হুন্ডিতে : দেশের ডলার বাজাওে অস্থিরতা’ আর জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘করোনা ভাইরাসে নতুন বিশ্ব রেকর্ড আমেরিকার’, ১৪ জানুয়ারী প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ধ্বংসের মুখে’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘সমালোকদের ওপর আরো কঠোর হচ্ছে বাংলাদেশ সরকার’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘নিত্য প্রয়োজনীয় পণ্য সঙ্কটের দিকে যাচ্ছে’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘ভোটাধিকার পেল নিউইয়র্কের নন-সিটিজেনরা’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘আমেরিকার কড়া চাপে সোজা বাংলাদেশ’, ১৫ জানুয়ারী শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘আমেরিকা কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘কংগ্রেস, সুপ্রীম কোর্টে কোনঠাসা বাইডেন’ ও ‘বাংলাদেশের অর্থনীতির আকার প্রথমবার ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল’। অপরদিকে ১৭ জানুয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘ওমিক্রনই মহামারির সমাপ্তি’।
গেলো সপ্তাহে প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে এলমহার্স্টে বাংলাদেশী পরিবারে ‘ভাইয়ের হাতে ভাই খুন’ আর জেবিবিএ’র নির্বাচন প্রসঙ্গ ছিলো অন্যতম আলোচনায়। নির্বাচনে ‘গিয়াস-তারেক প্যানেল’ জয়ী হলেও তাদের একমাত্র প্রতিদ্ব›িদ্ব ‘টুকু-মুনির প্যানেল নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি বিভক্ত জেবিকিএ’র অপরাংশ বিশেষ সভায় পাল্টা কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হারুন ভূইয়া আর সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফাহাদ সোলায়মান। অপরদিকে সাংবাদিকদের একাধিক প্রেসক্লাব এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব ভেঙ্গে দ্বিতীয়বারের মতো ভাঙ্গনের শিকার হয়ে এই ক্লাবের পৃথক পৃথক তিনটি কমিটির খবর পাঠক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৭ জানুয়ারী ২০২২