আফগানিস্তানে ভূমিকম্পে ২৬ জনের প্রাণহানি

- প্রকাশের সময় : ১২:৩৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৯০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাতে প্রদেশটির কাদিস জেলায় রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মধ্যরাতের ওই ভূমিকম্পে অনেক ঘরবাড়িও ধ্বংস হয়েছে। শহরের ঘরবাড়ির ছাদ ভেঙে ধ্বংস্তস্তূপে চাপা পড়ে বেশিরভাগের মৃত্যু হয়েছে।
প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি সংবাদ সংস্থাকে জানান, প্রথম উদ্ধারকারী দলটি ভারী বৃষ্টির মধ্যেই ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় পৌঁছেছে।
তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাদঘিস একটি পার্বত্য প্রদেশ ও আফগানিস্তানের সবচেয়ে দরিদ্র ও অনুন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ভূম্পিকম্পে প্রদেশটির সাত সতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
প্রথম ভূমিকম্পের ২ ঘণ্টা পর ৪.৯ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। -আল জাজিরা
হককথা / এমউএ