বাংলাদেশে কমলো বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা

- প্রকাশের সময় : ০৫:১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ৫৩ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।
আজ সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ৫০ বছর থেকেই করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর জন্য সরকারের অতিরিক্ত ৭০ লাখ ডোজ টিকা লাগবে, এটা কোনও সমস্যা না। আমাদের কাছে সাড়ে ৯ কোটি ডোজ টিকা আছে।
তিনি বলেন, করোনা সংক্রমণ ধাপে ধাপে বাড়ছে, ইতিমধ্যে ১৮ শতাংশে উন্নীত হয়েছে। এভাবে বাড়লে এক মাসের মধ্যে দেশের হাসপাতালে কোনও শয্যা খালি থাকবে না। করোনা রোধে সবাইকে মাস্ক পরতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ওমিক্রন ও ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে, শনাক্ত হার ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। যাতে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা হবে না।
এখনও প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত দেশের সাত লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। আর আমাদের টিকার কোনও ঘাটতি হবে না।
হককথা / এমউএ