এবার শাবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস

- প্রকাশের সময় : ১২:২১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ৫২ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। গতকাল রবিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় থেকে শাবিপ্রবির মুক্ত মঞ্চে মিছিল পরবর্তী সমাবেশে একমাত্র দাবির ঘোষণা দেন শিক্ষার্থীরা। তা হলো ‘ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ’।খবর সাম্প্রতিক দেশকাল
এর আগে অনির্দিষ্টকালের জন্য শাবিপ্রবি বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আবাসিক হল না ছাড়ার ঘোষণা দিয়ে দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর রাত ৯টার দিকে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে তিনটি আবাসিক ছাত্র হলের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
গত শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীরা প্রভোস্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেন। এ নিয়ে শনিবারও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। ওইদিন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে।
এ ঘটনায় হল প্রভোস্টের পদত্যাগ দাবিসহ তিন দফা দাবি ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল ফের উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবির ক্যাম্পাস। বেলা আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নিজের কার্যালয় থেকে বাসভবনে যাওয়ার পথে আন্দোলনকারীরা উপাচার্যকে ঘিরে ধরেন। পরে উপাচার্য এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন। পরে বিকেল ৪টার দিকে শতাধিক পুলিশ ক্যাম্পাসে অবস্থান নেন।
বিকাল সোয়া ৫টার দিকে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করতে অ্যাকশনে যায় পুলিশ।
এ ঘটনায় রবিবার রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আজ সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা মধ্যরাত থেকে ফের বিক্ষোভে নামেন।
হককথা / এমউএ