নিউইয়র্কের মিডিয়া কড়চা-০৫

- প্রকাশের সময় : ০৯:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ৪৭ বার পঠিত
প্রিয় পাঠক, ২০২২ সালের নতুন বছরকে স্বাগতম। সবার প্রতি রইল ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর ঘিরে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে হককথা দীর্ঘ বিরতীর পর নতুনভাবে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই সপ্তাহের প্রতি মঙ্গলবার ই-মেইলে, ওয়েবসাইটে আর ফেসবুকের মাধ্যমে পাঠকের হাতে পৌছতে শুরু করেছে। করোনা মহামারীর পরিবর্তিত পরিস্থিতিতে দেশ-বিদেশের অনেক মিডিয়া বন্ধ হয়ে যাওয়ায় এবং বিশ্বের শীর্ষ স্থানীয় মিডিয়া সহ অনেকে মিডিয়ার পরিধি সঙ্কুচিত হওয়ার পরও পাঠকের কথা বিবেচনায় নিয়ে ‘কাগজেও যেমন, ওয়েবেও তেমন’ শ্লোগান নিয়ে নিয়মিত প্রকাশিত হচ্ছে। সংশ্লিস্টরা জানান, ২০০৬ সালে প্রকাশের পর থেকেই হককথা সপ্তাহের প্রতি মঙ্গলবার প্রকাশিত হতে থাকলেও এক বছর পর বিশেষ পরিস্থিতিতে হককথা’র প্রকাশনা বন্ধ হয়ে যায়। হককথা প্রকাশনা সাথে কমিউনিটির স্বার্থে আতœপ্রকাশ ঘটে নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)। পরবর্তীতে ইউএনএ সার্ভিস চালু থাকে এবং ২০১৩ সাল থেকে হককথা’র ওয়েব সাইট (হককথা ডট কম) চালু হয়। পাঠকের স্বার্থে হককথা’র উদ্যোগ-কে আমরা সাধুবাদ জানাই। আর এই উদ্যোগের অংশ হিসেবে ইতিপূর্বে প্রকাশিত ‘নিউইয়র্কের মিডিয়া কড়চা’ (সংবাদ পর্যালোচনামূলক বিশেষ প্রতিবেদন) পুনরায় প্রকাশের উদ্যোগ নেয়া হলো। এতে বিভিন্ন মিডিয়া ও তার খবরাখবর/পরিবেশনা, সমস্যা, সম্ভাবনা প্রভৃতি বিশ্লেষণ করা হবে। যাকে বলা যায় ‘আতœ সমালোচনা’।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের বাংলা মিডিয়াগুলোর মধ্যে ৪ জানুয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘সুনামি হয়ে আসছে ফ্লোরোনা’, ৫ জানুয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘এক্সাইজ ডিউটির নামে অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হচ্ছে, বাড়তে পারে হুন্ডি : রেমিট্যান্সে ভাগ বসাল সরকার’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘ভারসাম্যহীন বাংলাদেশের কূটনীতি’, ৬ জানুয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে উৎকন্ঠা’ আর জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘আমেরিকায় একদিনে ১০ লাখের বেশী মানুষ কোভিড আক্রান্ত \ বিশ্বজুড়ে ওমিক্রনে মৃত ও শনাক্ত বেড়েছে’, ৭ জানুয়ারী প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘বাইডেনের মন গলাতে নমনীয় হাসিনা’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘দেশে সম্পদ বিক্রি করে দিচ্ছেন প্রবাসীরা’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘আরেক দফা প্রণোদনার প্রস্তাব উঠছে কংগ্রেসে, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘ওমিক্রনের ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব’, ৮ জানুয়ারী শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘গভর্নর হকুলের ঘোষণা : মধ্যবিত্তদের ইনকাম ট্যাক্স ও প্রোপার্টি ট্যাক্স কমবে : সব ক্ষুদ্র ব্যবসার ট্যাক্স মওকুফ’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘মহামারি আদৌ কি বিদায় নেবে?’ ও ‘জুনেই উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। অপরদিকে ১০ জানুয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম হচ্ছে ‘জ্যাকসন হাইটসে ভাইয়ের হাতে ভাই খুন’।
উল্লেখিত শিরোনামগুলো পর্যালোচনা করলে দেখা যায় গেলো সপ্তাহের মিডিয়াগুলোয় করোনা পরিস্থিতই বেশী গুরুত্ব পেয়েছে। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্র ছাড়াও করোনার বিশ্ব পরিস্থিতির খবরাখবরেও করোনা সংক্রমণের ভয়াবহতার কথাই বলছে।
এদিকে গেলো সপ্তাহের খবরাখবরগুলোর মধ্যে সাংবাদিকদের সংগঠন প্রেসক্লাবের বিভক্তির খবরও গুরুত্বের সাথে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠার পর আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হলেও এই ক্লাব এখন তিনভাগে বিভক্ত হয়ে পড়েছে। নির্বাচন ঘিরে দ্বিতীয় দফায় গত সপ্তাহে বিভক্ত হয়ে পড়া আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব-এর একাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে মীর ওয়াজে-ই শিবলী (বাংলা টিভি) ও মিজানুর রহমান (সাপ্তাহিক দেশ)। অপরাংশের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে রাশেদ আহমেদ (চ্যানেল আই) ও আবুল কাশেম (সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন)। ফলে সাংবাদিকদের বিভক্তির বিষয়টিও পাঠকমহলের আলোচিত ও সমালোচিত হচ্ছে। পাশাপাশি ঐক্যবদ্ধ প্রেসক্লাব প্রতিষ্ঠার বিষয়টিও মিডিয়া মহলে আলোচিত হচ্ছে। যদিও নানা কারণেই এই ঐক্য প্রক্রিয়া সুদূর পরাহত বলে অনেকেই মনে করছেন। এব্যাপারে ১০ জানুয়ারী সোমবার প্রকাশিত সোমবারের ম্যাগাজিন ‘সাপ্তাহিক মুক্তচিন্তা’ প্রচ্ছদ করেছে ‘নিউইয়র্কে দেশী সাংবাদিকতার বেহাল দশা’ শিরোনামে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১০ জানুয়ারী ২০২২