সেই আফগান শিশুটি ফিরলো স্বজনদের কাছে

- প্রকাশের সময় : ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৭৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : গত ১৫ আগস্ট কাবুলে ক্ষমতায় আসে তালেবান। এর পরই হাজার হাজার আফগান দেশ ছাড়তে ভীড় করেন বিমানবন্দরে।
শুরু হয় হুড়োহুড়ি। বিশৃঙ্খলার মধ্যে বিমানবন্দরের ফটক বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রে সেনারা। তখন কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাঁটাতারের বেড়ার পাশে জড়ো হন আফগানরা।
এ সময়ই দেশ ছাড়তে মরিয়া এক আফগান দম্পতি কাঁটাতারের উপর দিয়ে নিজের দুই মাসের শিশুকে যুক্তরাষ্ট্রে সেনাদের হাতে তুলে দেন।
তাদের আশা, শিশুটি বিমানবন্দরের ভেতরের অংশে চলে গেলে পরে তারাও যে কোনোভাবে সেখানে প্রবেশ করতে পারবেন। তখন সন্তানের সঙ্গে তাদের আবার সাক্ষাৎ হবে।
কিন্তু বাবা-মায়ের সঙ্গে আর দেখা হয়নি ওই শিশুর। শনিবার শিশুটি আবার ফিরে পেয়েছে তার স্বজনদের। তবে এখনও দেখা পায়নি বাবা-মায়ের।
সোহেল আহমাদি নামের ওই শিশুটি নিখোঁজ হয়েছিল গত ১৯ আগস্ট।
সূত্র জানায়, কাবুলের ২৯ বছরের টেক্সিচালক হামিদ শফি ওই শিশুটিকে বিমানবন্দর থেকে উদ্ধার করেন এবং নিজ বাড়িতে নিয়ে যান। তিনি নিজের সন্তানের মতো তাকে লালনপালন করতে শুরু করেন।
সেই হামিদ শফিই শনিবার শিশুটিকে তার দাদা-দাদির কাছে হস্তান্তর করেছেন। শিশুটির অন্য আত্মীয়রাও কাবুলে থাকেন।
সোহেল আহমাদি নামের ওই শিশুটির বাবা-মা বর্তমানে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তার স্বজনরা জানান, এখন সোহেলকেও সেখানে পাঠানো হবে।
হককথা /এমউএ