ব্রাজিলে পর্যটকদের বোটের উপর ভেঙে পড়ল ‘রাক্ষুসে’ চাঙড়, মৃত ৭

- প্রকাশের সময় : ০৭:২৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৮২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক: জলপ্রপাতের নীচে প্রমোদ ভ্রমণে মেতেছিলেন পর্যটকেরা। হঠাৎ নৌকোর উপর ভেঙে পড়ল পাহাড়ের অংশ। ঘটনায় অন্তত সাত জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম ৯ জন। শনিবার ব্রাজিলের সাল মিনাস জলপ্রপাতের নীচে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সে দেশের মিনাস জেরেইস প্রদেশের জনপ্রিয় পর্যটনস্থল ক্যাপিটালিও গিরিখাত। প্রতি বছর বহু পর্যটকের সমাগম হয় সেখানে।সাল মিনাস জলপ্রপাতের নীচের ফারনাস হ্রদে মোটরবোট নিয়ে ঘোরাফেরা করেন পর্যটকেরা।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, শনিবার সকাল থেকে অন্যদিনের মতোই বোটে ঘুরে বেড়াচ্ছিলেন পর্যটকেরা। হঠাৎই পাথরের একটি বড় স্তম্ভাকৃতি চাঙড় পাথুরে দেওয়াল থেকে ভেঙে পড়ে দু’টি নৌকার উপর। অত বড় পাথরের দেওয়াল আছড়ে পড়ায়হ্রদও উত্তাল হয়ে ওঠে। নৌকো থেকে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন তিনজন। রবিবার পর্যন্ত তাঁদের কোনও খোঁজ মেলেনি। অন্য বেশ কয়েকজনের অবশ্য খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের। জখম ৯ জন।