সভাপতি কুনু সাধারণ সম্পাদক পদে রহীম পুন:নির্বাচিত
- প্রকাশের সময় : ০১:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪
- / ৯৪৪ বার পঠিত
বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের দ্বি-বার্ষিক (২০১৫-২০১৬) নির্বাচনে আজমল হোসেন কুনু সভাপতি এবং আব্দুর রহীম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রহীম হাওলাদার পুন:নির্বাচিত হলেন। গত ২৬ অক্টোবর রোববার কমিউনিটির বহুল আলোচিত এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘কুনু-রহীম’ ও ‘কামাল-সানী’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন কমিশনের বেসরকারী ফলাফলে ‘কুনু-রহীম’ প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১০টি পদে অপরদিকে ‘কামাল-সানী’ প্যানেলের সিনিয়র সহ সভাপতি পদসহ ৮জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের একটি পদে উভয় প্যানেল থেকে একজন করে সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশন এই পদের ফল স্থগিত রেখেছেন।
চুড়ান্ত ভোট গণণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার নূরুল হক রোববার দিবাগত রাত একটার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
‘কুনু-রহীম’ প্যানেলের নির্বাচিতরা হচ্ছেন: সভাপতি- আজমল হোসেন কুনু, সহ সভাপতি- ফারুক হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক- আব্দুর রহীম হাওলাদার, সহ সাধারণ সম্পাদক- ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক- সৈয়দ এম কে জামান, সাংষ্কৃতিক সম্পাদক- মনিকা রায়, কার্যকরী পরিষদ সদস্য- একেএম রফিকুল ইসলাম, আবুল কাশেম চৌধুরী ও মোহাম্মদ সিরাজুল হক জামাল।
অপরদিকে ‘কামাল-সানী’ প্যানেলের নির্বাচিতরা হচ্ছেন: সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান, জন সংযোগ ও প্রচার সম্পাদক- মফিজুর রহমান ভূঁইয়া রুমি, সমাজকল্যাণ সম্পাদক- কাজী তোফায়েল ইসলাম, সাহিত্য সম্পাদক- ওয়াহিদ কাজী এলিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- সৈয়দ এনায়েত আলী এবং স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- ফারহানা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য- নাসির উদ্দিন আহমেদ ও নাদির এ আইয়ুব।
এছাড়া ‘কুনু-রহীম’ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী সাইকুল ইসলাম ও ‘কামাল-সানী’ প্যানেলের কার্যকরী পরিষদ সদস্য পদপ্রার্থী সৈয়দ ইলিয়াস খসরু সমান সংখ্যক ভোট পাওয়ায় এই পদের ঘোষণা নির্বাচন কমিশন স্থগিত রেখেছেন।