বাংলাদেশের দেয়া সম্মানে অভিভূত টেলর

- প্রকাশের সময় : ০৭:২১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ৪৩ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন রস টেলর। সোমবার ব্যাটিংয়ে নামার সময় নিউজিল্যান্ডের ব্যাটারকে ‘গার্ড অব অনার’ দিয়ে যথার্থ সম্মান জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমন সম্মানে অভিভূত হয়েছেন কিউই তারকা। রস টেলর তো সামাজিক মাধ্যমে লিখেই দিয়েছেন- বাংলাদেশের এই সম্মান তিনি ভুলবেন না।
সোমবার ব্যাটিং করতে নামা কিউই তারকার এটাই হয়তো শেষবার টেস্ট খেলতে নামা। এর আগেই বিদায়ী মুহূর্তটিকে আবেগময় করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টেলর মাঠে প্রবেশের সময় বাংলাদেশের ক্রিকেটাররা দুই পাশ থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টেলরকে ‘গার্ড অব অনার’ দেন। যার ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন টেলর। সেখানেই লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। আজ ক্রিজে যাওয়ার সময় সত্যিকার অর্থে সম্মানজনক মুহূর্ত উপহার দেয়ার জন্য। এটা এমন কিছু, যা কখনোই ভুলবো না।’
দ্বিতীয় দিন সকালে ডেভন কনওয়েকে রানআউট করেন মেহেদী হাসান মিরাজ। তার পরই মাঠে নামেন টেলর। তাকে দেখে হ্যাগলি ওভালে চারদিক থেকে শুরু হয় করতালি। একে একে সব দর্শক দাঁড়িয়েও যান তখন। মাঠে প্রবেশের সময় দুই সারিতে মুমিনুল-তাসকিনরা দাঁড়িয়ে পড়েন ক্রিজের পাশে এবং হাততালি দিয়ে টেলরকে স্বাগত জানান। ওই মুহূর্তে কিউই ব্যাটসম্যানের সাথে হ্যান্ডশেকও করেন বাংলাদেশ অধিনায়ক।
অবশ্য জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসটি টেলর বড় করতে পারেননি। ৩৯ বলে ২৮ রান করে আউট হয়েছেন। ম্যাচের যে অবস্থা, তাতে মনে হয় না টেলরের আরেকবার ব্যাটিং করতে হতে পারে। ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। জবাবে ১২৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। তাতে স্বাগতিকরা লিড পেয়েছে ৩৯৫ রানের।
হককথা /এম উ এ