নিউইয়র্ক ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

করোনামুক্ত হয়েছেন মেসি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • / ৫৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দিন কয়েক আগেই দুঃসংবাদ পেয়েছিলেন লিওনেল মেসি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এবার মুখে হাসি ফিরল তার। করোনামুক্ত হয়ে পিএসজিতে ফিরছেন তিনি।

গত ১৮ ডিসেম্বর কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। ফলে ক্রিস্টমাসের ছুটির পর নিজ শহর রোজারিওতেই আইসোলেশনে ছিলেন তিনি। বুধবার (৫ জানুয়ারি) কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনতাই জানিয়েছে।

নেগেটিভ রিপোর্ট পেয়ে আর দেরি করেননি মেসি। পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের উদ্দেশে উড়াল দিয়েছেন। আর্জেন্টিনা গণমাধ্যম জানাচ্ছে, মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দর থেকে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে উঠেন।

পিএসজিতে ফেরার পর অবশ্য ফের করোনা পরীক্ষা দিতে হবে মেসিকে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের স্কোয়াডে যুক্ত হবেন তিনি। তবে প্রায় এক সপ্তাহ অনুশীলন না করতে পারায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিন্তু পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের পরের ম্যাচেই দেখা যেতে পারে সাতবারের ব্যালন ডি অরজয়ীকে। অর্থাৎ রবিবার লিঁও ম্যাচেই নামতে পারেন তিনি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

করোনামুক্ত হয়েছেন মেসি

প্রকাশের সময় : ০৮:০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : দিন কয়েক আগেই দুঃসংবাদ পেয়েছিলেন লিওনেল মেসি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এবার মুখে হাসি ফিরল তার। করোনামুক্ত হয়ে পিএসজিতে ফিরছেন তিনি।

গত ১৮ ডিসেম্বর কোভিড-১৯ টেস্টে পজিটিভ শনাক্ত হন আর্জেন্টাইন সুপারস্টার। ফলে ক্রিস্টমাসের ছুটির পর নিজ শহর রোজারিওতেই আইসোলেশনে ছিলেন তিনি। বুধবার (৫ জানুয়ারি) কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট পেয়েছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনতাই জানিয়েছে।

নেগেটিভ রিপোর্ট পেয়ে আর দেরি করেননি মেসি। পরিবার নিয়ে ব্যক্তিগত বিমানে করে আর্জেন্টিনা থেকে ফ্রান্সের উদ্দেশে উড়াল দিয়েছেন। আর্জেন্টিনা গণমাধ্যম জানাচ্ছে, মেসি মঙ্গলবার রাতে রোজারিও বিমানবন্দর থেকে স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে উঠেন।

পিএসজিতে ফেরার পর অবশ্য ফের করোনা পরীক্ষা দিতে হবে মেসিকে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফের স্কোয়াডে যুক্ত হবেন তিনি। তবে প্রায় এক সপ্তাহ অনুশীলন না করতে পারায় তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিন্তু পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের পরের ম্যাচেই দেখা যেতে পারে সাতবারের ব্যালন ডি অরজয়ীকে। অর্থাৎ রবিবার লিঁও ম্যাচেই নামতে পারেন তিনি।