নিউইয়র্ক ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ক্ষেপণাস্ত্র পরীক্ষা দিয়ে নতুন বছর শুরু কিমের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • / ৯১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে জাপান। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপের সাগরে গিয়ে পড়েছে। তবে সেটি ব্যালেস্টিক মিসাইল কি না, তা তারা স্পষ্ট করে বলতে পারেননি।

এর কিছুক্ষণের মধ্যে দক্ষিণ কোরিয়াও সরকারিভাবে বিবৃতি দিয়ে জানায়, সম্ভবত সমুদ্রে নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। খবর ডয়চে ভেলের।

দক্ষিণ কোরিয়ার বক্তব্য, কিম জং উন পরমাণু ক্ষেপণাস্ত্রই পরীক্ষা করেছেন কি না, তা স্পষ্ট না হলেও তারা যে সমুদ্রে অস্ত্রের পরীক্ষা করেছে, তা পরিষ্কার। গোয়েন্দাদের ধারণা সেটি পরমাণু ক্ষেপণাস্ত্র।

ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী কড়া ভাষায় উত্তর কোরিয়াকে আক্রমণ করেছেন। তার বক্তব্য, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে কিম জং উন কোরীয় উপদ্বীপের শান্তি বিনষ্ট করছেন।

কোরিয়ার সাধারণ মানুষের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, অস্ত্র পরীক্ষা বন্ধ করে উত্তর কোরিয়া সাধারণ মানুষের খাবারের দিকে মন দিক।

কিম অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, তিনি অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন। বছর শেষের বক্তৃতায় কিম বলেছেন, আত্মরক্ষার অধিকার তাদের আছে। যেভাবে কোরীয় উপদ্বীপে তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে, তার মোকাবিলায় অস্ত্র পরীক্ষা করতেই হবে।

একই সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে কিম বলেন, এর জন্যই দেশের মানুষ খাবার পাচ্ছে না। সকলে যাতে খাবার পান, সে দিকে সরকার নজর রাখবে।

জাতিসংঘের রিপোর্ট বলছে, উত্তর কোরিয়ায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। নারী এবং শিশুদের অবস্থা ভয়াবহ। অপুষ্টিতে ভুগছেন বহু মানুষ।

বস্তুত, অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। জাতিসংঘও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ফলে চীন ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে সাহায্য পাচ্ছে না উত্তর কোরিয়া।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ক্ষেপণাস্ত্র পরীক্ষা দিয়ে নতুন বছর শুরু কিমের

প্রকাশের সময় : ০৫:৫৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে জাপান। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপের সাগরে গিয়ে পড়েছে। তবে সেটি ব্যালেস্টিক মিসাইল কি না, তা তারা স্পষ্ট করে বলতে পারেননি।

এর কিছুক্ষণের মধ্যে দক্ষিণ কোরিয়াও সরকারিভাবে বিবৃতি দিয়ে জানায়, সম্ভবত সমুদ্রে নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। খবর ডয়চে ভেলের।

দক্ষিণ কোরিয়ার বক্তব্য, কিম জং উন পরমাণু ক্ষেপণাস্ত্রই পরীক্ষা করেছেন কি না, তা স্পষ্ট না হলেও তারা যে সমুদ্রে অস্ত্রের পরীক্ষা করেছে, তা পরিষ্কার। গোয়েন্দাদের ধারণা সেটি পরমাণু ক্ষেপণাস্ত্র।

ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী কড়া ভাষায় উত্তর কোরিয়াকে আক্রমণ করেছেন। তার বক্তব্য, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে কিম জং উন কোরীয় উপদ্বীপের শান্তি বিনষ্ট করছেন।

কোরিয়ার সাধারণ মানুষের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, অস্ত্র পরীক্ষা বন্ধ করে উত্তর কোরিয়া সাধারণ মানুষের খাবারের দিকে মন দিক।

কিম অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, তিনি অস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন। বছর শেষের বক্তৃতায় কিম বলেছেন, আত্মরক্ষার অধিকার তাদের আছে। যেভাবে কোরীয় উপদ্বীপে তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে, তার মোকাবিলায় অস্ত্র পরীক্ষা করতেই হবে।

একই সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে কিম বলেন, এর জন্যই দেশের মানুষ খাবার পাচ্ছে না। সকলে যাতে খাবার পান, সে দিকে সরকার নজর রাখবে।

জাতিসংঘের রিপোর্ট বলছে, উত্তর কোরিয়ায় তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে। নারী এবং শিশুদের অবস্থা ভয়াবহ। অপুষ্টিতে ভুগছেন বহু মানুষ।

বস্তুত, অস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। জাতিসংঘও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। ফলে চীন ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে সাহায্য পাচ্ছে না উত্তর কোরিয়া।