নিউইয়র্ক ০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মক্কা-মদিনায় আবারও করোনার বিধিনিষেধ আরোপ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • / ৩৬ বার পঠিত

ঢাকা ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও বিধিনিষেধ বিধান আরোপ করেছে সৌদি আরব। এ দুটি পবিত্র মসজিদে নামাজ পড়তে আসা ও ওমরাহ পালনকারী- সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

দেশটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানায়।

সব দর্শনার্থীকে অবশ্যই মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। এসব বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সৌদি আরবে গত মাসে করোনার সংক্রমণ এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করেছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।

মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে আট হাজার ৮৭৪ জন।

দেশটির সরকার গত রবিবার (২ জানুয়ারি) ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট ও শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড টিকার বুস্টার ডোজের প্রমাণ দেখাতে হবে। -বিবিসি

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মক্কা-মদিনায় আবারও করোনার বিধিনিষেধ আরোপ

প্রকাশের সময় : ১২:২৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২

ঢাকা ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও বিধিনিষেধ বিধান আরোপ করেছে সৌদি আরব। এ দুটি পবিত্র মসজিদে নামাজ পড়তে আসা ও ওমরাহ পালনকারী- সবার জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

দেশটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানায়।

সব দর্শনার্থীকে অবশ্যই মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। এসব বিধিনিষেধ আগামী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

সৌদি আরবে গত মাসে করোনার সংক্রমণ এক লাফে অনেক বেড়ে গেছে। গত বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করেছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।

মহামারি শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছে আট হাজার ৮৭৪ জন।

দেশটির সরকার গত রবিবার (২ জানুয়ারি) ঘোষণা করেছে, ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট ও শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক কিংবা সে দেশে বসবাসকারী ও দর্শনার্থীকে কোভিড টিকার বুস্টার ডোজের প্রমাণ দেখাতে হবে। -বিবিসি