একাধিক ফিচার নিয়ে হাজির টেলিগ্রাম
- প্রকাশের সময় : ১২:১৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ৬৪ বার পঠিত
ঢাকা ডেস্ক : ব্যবহারকারীদের সুবিধার জন্য একের পর এক আকর্ষণীয় ফিচার এনে জনপ্রিয়তা অর্জন করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলো। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই একাধিক ফিচার নিয়ে হাজির হয়েছে টেলিগ্রাম। খবর সাম্প্রতিক দেশকাল
চলুন তবে জেনে নেওয়া যাক ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের নতুন ফিচারে যা যা থাকছে
ইনস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন
ইন-অ্যাপ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন বা ভাষার রূপান্তর করিয়ে নেওয়া। গ্রুপ, ব্যক্তিগত চ্যাট দুই ক্ষেত্রেই কাজ করছে ফিচারটি। অ্যাপের মধ্যেই থাকছে একটি ল্যাঙ্গুয়েজ বাটন, যার মাধ্যমে গ্রাহক তার অপরিচিত কোনো ভাষা ট্রান্সলেট করে নিতে পারবেন। এই ফিচার ব্যবহার করতে গেলে টেলিগ্রামের সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ অপশনে ট্যাপ করতে হবে।
থিমড QR কোড
আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে নতুন কাউকে যোগ করার জন্য অনবদ্য একটি উপায় নিয়ে আসা হয়েছে। ইউজারের ডিভাইসের QR কোড স্ক্যান করলেই তাকে যোগ করা যাবে। পাশাপাশি আবার এই নতুন আপডেটে সৃজনশীল ভাবে বারকোড ও তার সঙ্গে কালার ও ইমোজিও গ্রাহকের পছন্দ অনুযায়ী কাস্টোমাইজ করে রাখা যাবে।
কুইক রিঅ্যাকশন
আইমেসেজ, ফেসবুক মেসেঞ্জারের মতোই টেলিগ্রামে দেওয়া হয়েছে একটি কুইক রিঅ্যাকশন ফিচার। এই ফিচারের সাহায্যে ইউজাররা যে কোনো মেসেজে রিঅ্যাক্ট করতে পারবেন একগুচ্ছ ইমোজির মাধ্যমে। তালিকায় রয়েছে, থাম্ব ইমোজি, হার্ট ইমোজি, পার্টি, স্টারস্ট্রাক, পুপসহ আরও একাধিক। সেটিংস থেকে এই সব ইমোজি কনফিগার করে নেওয়া যেতে পারে।
স্পয়লার অ্যালার্ট
টেলিগ্রাম ব্যবহারকারীরা এবার থেকে নির্দিষ্ট মেসেজ লুকিয়ে রাখতে পারবেন। এক মাত্র প্রাপক সেটি খুলতে চাইলেই তবে সেটি ট্যাপ করে খোলা যাবে।
ইন্টারঅ্যাক্টিভ ইমোজি
টেলিগ্রামের এক্কেবারে সাম্প্রতিকতম আপডেটে একাধিক পাঞ্চি ও অ্যানিমেটিং ইমোজি অ্যাপে পৌঁছে দেওয়া হয়েছে। যা ইউজারদের ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট আরও জমিয়ে দিতে পারে। তার মধ্যেই রয়েছে ফ্লেমিং হট অ্যানিমেশন, LOL অ্যানিমেশন, স্নোফ্লেকস এবং স্টারস্ট্রাক।






















