নিউইয়র্ক ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পশ্চিমবঙ্গে সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:১৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • / ৬৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ওমিক্রনসহ দৈনিক করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং সরকারি-বেসরকারি অফিসে উপস্থিতি ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে।

রবিবার (২ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের পদাঙ্ক অনুসরণ করে পশ্চিমবঙ্গে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ দেয়া হয়েছে। এই সময় অত্যাবশ্যকীয় ও জরুরি সেবা চালু থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আগামীকাল থেকে সুইমিং পুল, জিম, স্পা, বিউটি সেলুন এবং ওয়েলনেস সেন্টারগুলো বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী বলেছেন, সরকারি-বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ জনবল নিয়ে কাজ করতে পারে। সব প্রশাসনিক বৈঠক ভার্চুয়ালি করতে হবে।

কলকাতার মেট্রো সার্ভিসগুলো এ সময় ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। লোকাল ট্রেন সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে পারবে। দূরপাল্লার ট্রেনগুলোকে অবশ্য স্বাভাবিকভাবে চলতে দেয়া হবে।

সিনেমা হল, রেস্তোরাঁ ও বারগুলো ৫০ শতাংশ মানুষ নিয়ে রাত ১০টা পর্যন্ত কাজ করতে পারবে। শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকতে পারবে। তবে সেখানেও ৫০ শতাংশের বিষয়টি প্রযোজ্য।

বিয়ে ও অন্যান্য সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতি ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফনের জন্য উপস্থিতি সীমাবদ্ধ থাকবে ২০ জনের মধ্যে।

পশ্চিমবঙ্গে গতকাল শনিবার নতুন করে ৪ হাজার ৫১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৩০০ তে পৌঁছেছে। মহারাষ্ট্র ও কেরালার পরে ভারতে তৃতীয় সর্বোচ্চ সক্রিয় করোনা রোগী এখন পশ্চিমবঙ্গেই।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পশ্চিমবঙ্গে সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রকাশের সময় : ০৮:১৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ওমিক্রনসহ দৈনিক করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামীকাল সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং সরকারি-বেসরকারি অফিসে উপস্থিতি ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে।

রবিবার (২ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের পদাঙ্ক অনুসরণ করে পশ্চিমবঙ্গে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ দেয়া হয়েছে। এই সময় অত্যাবশ্যকীয় ও জরুরি সেবা চালু থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি আগামীকাল থেকে সুইমিং পুল, জিম, স্পা, বিউটি সেলুন এবং ওয়েলনেস সেন্টারগুলো বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী বলেছেন, সরকারি-বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ জনবল নিয়ে কাজ করতে পারে। সব প্রশাসনিক বৈঠক ভার্চুয়ালি করতে হবে।

কলকাতার মেট্রো সার্ভিসগুলো এ সময় ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। লোকাল ট্রেন সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে পারবে। দূরপাল্লার ট্রেনগুলোকে অবশ্য স্বাভাবিকভাবে চলতে দেয়া হবে।

সিনেমা হল, রেস্তোরাঁ ও বারগুলো ৫০ শতাংশ মানুষ নিয়ে রাত ১০টা পর্যন্ত কাজ করতে পারবে। শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকতে পারবে। তবে সেখানেও ৫০ শতাংশের বিষয়টি প্রযোজ্য।

বিয়ে ও অন্যান্য সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতি ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফনের জন্য উপস্থিতি সীমাবদ্ধ থাকবে ২০ জনের মধ্যে।

পশ্চিমবঙ্গে গতকাল শনিবার নতুন করে ৪ হাজার ৫১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৩০০ তে পৌঁছেছে। মহারাষ্ট্র ও কেরালার পরে ভারতে তৃতীয় সর্বোচ্চ সক্রিয় করোনা রোগী এখন পশ্চিমবঙ্গেই।