নিউইয়র্ক ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অভিজিৎ হত্যার বিচারের দাবিতে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫
  • / ৭৫৯ বার পঠিত

ওয়াশিংটন ডিসি: কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়? প্রশ্ন সহজ আর উত্তরও জানা। অথচ সেই সহজ প্রশ্ন ও জানা উত্তরের কোনো কূলকিনারা হয় না। আর সেটা যেন হয় সেকথা নিশ্চিত করে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে গত ২১ মার্চ শনিবার জড়ো হয়েছিলেন একদল মুক্তমনা মানুষ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ তারা একটাই দাবি তুলে ধরেন মুক্তমনা লেখক অভিজৎ হত্যার বিচার।
ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা এবং সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালীসহ বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠির মানুষেরা।
দৃষ্টিপাত নামের একটি সংগঠনের আমন্ত্রণে সমাবেশটি হলেও সেখানে আসেন বাংলাদেশী আমেরিকান, দক্ষিণ এশিয়ান, বিভিন্ন ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদীসহ নানা ধর্মের প্রতিনিধিরা। তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠায়, তারা রয়েছেন অভিজিতের পাশে, রয়েছেন তার স্ত্রী বন্যার পাশে।
সারা বিশ্বের সকল অন্যায় অবিচার ও অসত্যের বিরুদ্ধে রুখে দাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে আসা নতুন প্রজন্ম। সমাবেশে অভিজিৎ হত্যার বিচারের দাবি জানিয়ে লেখা প্লাকার্ড তুলে ধরেন অবাঙালী লেখকেরাও। অনেকে প্রকাশ করেন তাদের অভিব্যক্তি।
অভিজিতের হত্যার বিচার দাবি করে সমাবেশে বক্তারা ধর্মনিরপেক্ষ বহুমাত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহবান জানান যেখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলে মিশে শান্তি ও সুখে বসবাস করতে পারবে। (দৈনিক ইত্তেফাক)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

অভিজিৎ হত্যার বিচারের দাবিতে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ

প্রকাশের সময় : ০৭:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০১৫

ওয়াশিংটন ডিসি: কতটা অপচয়ের পর মানুষ চেনা যায়? প্রশ্ন সহজ আর উত্তরও জানা। অথচ সেই সহজ প্রশ্ন ও জানা উত্তরের কোনো কূলকিনারা হয় না। আর সেটা যেন হয় সেকথা নিশ্চিত করে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে গত ২১ মার্চ শনিবার জড়ো হয়েছিলেন একদল মুক্তমনা মানুষ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ তারা একটাই দাবি তুলে ধরেন মুক্তমনা লেখক অভিজৎ হত্যার বিচার।
ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা এবং সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ওয়াশিংটন ডিসির প্রবাসী বাঙালীসহ বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠির মানুষেরা।
দৃষ্টিপাত নামের একটি সংগঠনের আমন্ত্রণে সমাবেশটি হলেও সেখানে আসেন বাংলাদেশী আমেরিকান, দক্ষিণ এশিয়ান, বিভিন্ন ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদীসহ নানা ধর্মের প্রতিনিধিরা। তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন ন্যায় ও সত্য প্রতিষ্ঠায়, তারা রয়েছেন অভিজিতের পাশে, রয়েছেন তার স্ত্রী বন্যার পাশে।
সারা বিশ্বের সকল অন্যায় অবিচার ও অসত্যের বিরুদ্ধে রুখে দাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে আসা নতুন প্রজন্ম। সমাবেশে অভিজিৎ হত্যার বিচারের দাবি জানিয়ে লেখা প্লাকার্ড তুলে ধরেন অবাঙালী লেখকেরাও। অনেকে প্রকাশ করেন তাদের অভিব্যক্তি।
অভিজিতের হত্যার বিচার দাবি করে সমাবেশে বক্তারা ধর্মনিরপেক্ষ বহুমাত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহবান জানান যেখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে মিলে মিশে শান্তি ও সুখে বসবাস করতে পারবে। (দৈনিক ইত্তেফাক)