নিউইয়র্ক ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অনেক ভুল করেছি, আর কোনো আপোষ নয়: তৌসিফ মাহবুব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ৭২ বার পঠিত

বিনোদন ডেস্ক : চলতি বছরে সর্বাধিক নাটক প্রচারিত হয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবের। গেল ঈদে এই অভিনেতার সর্বোচ্চ নাটক প্রচারিত হওয়ায় তাকে ঘিরে আয়োজিত হয়েছিল ৭ দিন ব্যাপী উৎসব ‘সেভেন শেডস অব তৌসিফ’। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম তাকে ঘিরে এমন আয়োজন হয় এবং সেসময় প্রচারিত হয় ৫০টির মত নাটক। সব মিলিয়ে বছরান্তে তার ৯২টির মত নাটক প্রচারে আসে।

তৌসিফ মাহবুব বলেন, ‘শিল্পীদের তো আসলে সেভাবে গুণে গুণে কাজ করা হয় না। গল্প, সহশিল্পী, পরিচালক, প্রযোজক সব ঠিকঠাক থাকলেই কাজগুলো করা হয়। এ বছর আমার নাকি প্রায় শতাধিক নাটক অন এয়ার হয়েছে। সংখ্যাটা জেনেছি আমার কিছু ভক্তদের কাছ থেকে যাদেরকে আমি সবসময় আমার খুব কাছের ছোট ভাই হিসেবে দেখি। কাজের চাপে আমি হয়তো আমার কাজের ছোটো খাটো অনেক তথ্যই ভুলে যাই, তবে আমার অবাক লাগে আমার সেই ছোট ভাইগুলোই যখন দেখি খুবই আনন্দের সাথে সেসব তথ্য মনে রাখে! শতাধিক নাটক অন এয়ার হলেও এখানের অনেকগুলো কাজই ছিল ২০২০ সালে শুট করা। চেষ্টা করেছি প্রায় সব সহশিল্পী, পরিচালকদের সাথে কাজ করতে, ভিন্ন ভিন্ন ঘরানার কাজ করতে যাতে দর্শক বিরক্তি বোধ না করে।

আলহামদুলিল্লাহ, এরমধ্যে বেশকিছু কাজ থেকে ভালো সাড়া পেয়েছি। প্রথমেই বলবো মিজানুর রহমান আরিয়ানের ‘চিরকাল’ নাটকটির কথা। এই নাটকটির জন্য এ বছর সর্বোচ্চ সাড়া পেয়েছি আমি; এখানে আমার সহশিল্পী ছিলেন সাফা কবির। এছাড়াও বিফলে মূল্য ফেরত, ১৯৯০ অ্যা লাভ স্টোরি, মনের মতো বাগান, ভয় করোনা, মায়ের ডাক, ২৫২১, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, কর্মফল, আমাদের বিয়ে, নাইট শো, নাবিক, কাবিননামা, মজনু ভাই, মোর দ্যান ফ্রেন্ড, লাভারস ফুড ভ্যান, সাদা, শেষ খেলা, শেষ দেখা, বউরা যেমন হয়, প্রেম ফ্যাশন, তারে বলে দিও, ঢাকাইয়া ওয়েডিং, ঢাকাইয়া খানদান, উই আর ওয়েটার সহ আরো বেশকিছু কাজের জন্য ভালো সাড়া পেয়েছি। বছরের শেষ দিকে এসে প্রায় ২-৩ বছর পর একটি ধারাবাহিক নাটকে যোগ দিয়েছি, রাফাত মজুমদার রিংকুর ‘জয়েন্ট ফ্যামিলি’ তে ; এই ধারাবাহিক থেকেও ভালো সাড়া পাচ্ছি। যারা দেখছেন তারা বেশ পছন্দ করছেন, তবে বিশেষ করে বলবো এই ধারাবাহিকে শুটিং করে মজা পাচ্ছি বেশ।’

‘চিরকাল’ খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘এই সময়টাতে নতুন করে অনেক কিছুই বুঝতে শিখেছি। ভেবে করো কাজ, করিয়া ভেবো না। এখন থেকে এই কথাটা মাথায় রেখে চলার চেষ্টা করছি। আমি এখন থেকে কোয়ালিটিফুল কাজই করবো। কাজের মানের দিকে গুরুত্ব দিব বেশি। কতটা নাটক প্রচারিত হলো সেসব না দেখে কতটা মানসম্পন্ন কাজ দিতে পেরেছি সেটার দিকে খেয়াল রাখছি।’

বছর শেষে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে তৌসিফ বলেন, ‘প্রাপ্তি হিসেবে বলবো, এক কথায় নিজের মর্মটা বুঝতে পেরেছি। কাজ করতে গিয়ে, মানুষের সাথে মিশতে গিয়ে অনেক ভুল করেছি। সামনে সেসব ভুল আর করতে চাই না। আমার স্ত্রী-ই, আমার বেস্ট ফ্রেন্ড; যাকে সবকিছুতেই আমি পাশে পাই। আমাকে কখনও ভেঙে পড়তে দেয় না যেই মানুষটা, তার কাছে আমি নত শিরে কৃতজ্ঞ। প্রতিটা মুহূর্ত আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে আর আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।

আরেকটা প্রাপ্তির কথা বলবো, মেরিল প্রথম আলোর নমিনেশন। যে তিনজন অভিনেতার সঙ্গে আমি মনোনয়ন পেয়েছি, সেটা আমার জন্য রীতিমত বিস্ময়কর। মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো- এই তিনজনই আমার খুব কাছের এবং প্রিয় বড় ভাই। তাদের সঙ্গে আমি নমিনেশন পেয়েছি, এটাই আমার পুরস্কার।

অপ্রাপ্তি নিয়ে তেমন কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলবো, অনেক বন্ধু-বান্ধব হারিয়েছি, কলিগও হারিয়েছি। এটা ভাবলে অনেক সময় খারাপ লাগে।’

নতুন বছরের পরিকল্পনা কি, এমন প্রশ্নে অভিনেতার উত্তর, ‘যেসব ভুলগুলো করেছি সেগুলো সামনে আর করতে চাই না। আর কাজের ক্ষেত্রে মানের সাথে কোনো আপোষ নয়। এক কথায়, নতুন বছর থেকে মানহীন কোনো কাজই করবো না। এটা আমার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। প্রয়োজনে কাজ কম করবো কিন্তু আর কোনো আপোষের কিংবা মানহীন কাজ নয়। আর নতুন বছরে আমার দর্শকের জন্য বড় সুখবর নিয়ে আসছি। এর জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে।’

চলতি বছরে প্রচারে আসা তৌসিফ মাহবুবের ৯২টি নাটকের মধ্যে রয়েছে- ১৯৯০ এ লাভ স্টোরি, ২৫২১, অপরাজিতা, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, আওয়াজ, আমাদের বিয়ে, ইয়েস নো ভেরি গুড, উই আর ওয়েটার, উইল ইউ ম্যারি মি?, উরাধুরা ভালোবাসা, একটি অস্থির প্রেম, কোনো সমস্যা?, কাবিননামা, কেমন আছেন দুলাভাই?, কর্মফল, ঘুম সোহেল, চান্স, চিরকাল, চরম বেহায়া, ছেড়ে যেওনা, জয়েন্ট ফ্যামিলি (ধারাবাহিক), টু ইন ওয়ান, ট্রুথ অর ডেয়ার, টুরু লাভ, টোল, ডে কেয়ার, বাটপার কোম্পানি, ঢাকাইয়া ওয়েডিং, ঢাকাইয়া খানদান, তুফান, তামাশা, তারে বলে দিও, তেরেকেটে সারেগামা, তৃপ্তি তোমার জন্য, থার্ড চান্স, দ্যা কুকিং, দশ লাখ মারবেল, নাইট শো, নাবিক, পা, পেইন গেস্ট, পাঁচ ভাই চম্পা, প্রেম ফ্যাশন, পরিণয়, প্যারায় আছে দুলাভাই, ফাইসা গেছে দুলাভাই, ফাতরা, ফরেন বাবুর্চি, বউরা যেমন হয়, বোতাম, বিপরীতে তুমি আমি, বিফলে মূল্য ফেরত, বেবি গার্ল, বাবা ভার্সেস ছেলে, বিয়ে শাদী, বাংলিশ, ভালোবাসার ভোর, ভয় করোনা, মেজাজ খারাপ, মজনু ভাই, ম্যান উইল বি ম্যান, মনের মতো বাগান, মোর দ্যান ফ্রেন্ড, ম্যারেজ মিডিয়া, ম্যারাডোনার ছেলে, মিয়া বিবি রাজি, মেয়েদের মন, মায়ের ডাক, যে ছিলো আমার, লাইফ গেম, লাক কানেকশন, লোভ, লোভে পাপ পাপে ফাঁপর, লাভ ম্যাজিক, লাভারস ফুড ভ্যান, ল্যাম্পপোস্ট, রকিং রিংকু, রাজনীতি, রিভার্স, শুভ রাত্রি, শেষ খেলা, শেষ দেখা, সাত সতেরো, সাদা, স্বপ্নের নায়িকা, সোবাহান সাহেবের বড় ফ্ল্যাট, হাই ভলিউম, হাওয়াই মিঠাই, হারানো দিনের গান, হ্যালো লেডিস, হয়তো তোমার জন্য এবং আমাদের আছে জল। খবর বাংলাদেশ জার্নাল

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অনেক ভুল করেছি, আর কোনো আপোষ নয়: তৌসিফ মাহবুব

প্রকাশের সময় : ০৬:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : চলতি বছরে সর্বাধিক নাটক প্রচারিত হয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবের। গেল ঈদে এই অভিনেতার সর্বোচ্চ নাটক প্রচারিত হওয়ায় তাকে ঘিরে আয়োজিত হয়েছিল ৭ দিন ব্যাপী উৎসব ‘সেভেন শেডস অব তৌসিফ’। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম তাকে ঘিরে এমন আয়োজন হয় এবং সেসময় প্রচারিত হয় ৫০টির মত নাটক। সব মিলিয়ে বছরান্তে তার ৯২টির মত নাটক প্রচারে আসে।

তৌসিফ মাহবুব বলেন, ‘শিল্পীদের তো আসলে সেভাবে গুণে গুণে কাজ করা হয় না। গল্প, সহশিল্পী, পরিচালক, প্রযোজক সব ঠিকঠাক থাকলেই কাজগুলো করা হয়। এ বছর আমার নাকি প্রায় শতাধিক নাটক অন এয়ার হয়েছে। সংখ্যাটা জেনেছি আমার কিছু ভক্তদের কাছ থেকে যাদেরকে আমি সবসময় আমার খুব কাছের ছোট ভাই হিসেবে দেখি। কাজের চাপে আমি হয়তো আমার কাজের ছোটো খাটো অনেক তথ্যই ভুলে যাই, তবে আমার অবাক লাগে আমার সেই ছোট ভাইগুলোই যখন দেখি খুবই আনন্দের সাথে সেসব তথ্য মনে রাখে! শতাধিক নাটক অন এয়ার হলেও এখানের অনেকগুলো কাজই ছিল ২০২০ সালে শুট করা। চেষ্টা করেছি প্রায় সব সহশিল্পী, পরিচালকদের সাথে কাজ করতে, ভিন্ন ভিন্ন ঘরানার কাজ করতে যাতে দর্শক বিরক্তি বোধ না করে।

আলহামদুলিল্লাহ, এরমধ্যে বেশকিছু কাজ থেকে ভালো সাড়া পেয়েছি। প্রথমেই বলবো মিজানুর রহমান আরিয়ানের ‘চিরকাল’ নাটকটির কথা। এই নাটকটির জন্য এ বছর সর্বোচ্চ সাড়া পেয়েছি আমি; এখানে আমার সহশিল্পী ছিলেন সাফা কবির। এছাড়াও বিফলে মূল্য ফেরত, ১৯৯০ অ্যা লাভ স্টোরি, মনের মতো বাগান, ভয় করোনা, মায়ের ডাক, ২৫২১, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, কর্মফল, আমাদের বিয়ে, নাইট শো, নাবিক, কাবিননামা, মজনু ভাই, মোর দ্যান ফ্রেন্ড, লাভারস ফুড ভ্যান, সাদা, শেষ খেলা, শেষ দেখা, বউরা যেমন হয়, প্রেম ফ্যাশন, তারে বলে দিও, ঢাকাইয়া ওয়েডিং, ঢাকাইয়া খানদান, উই আর ওয়েটার সহ আরো বেশকিছু কাজের জন্য ভালো সাড়া পেয়েছি। বছরের শেষ দিকে এসে প্রায় ২-৩ বছর পর একটি ধারাবাহিক নাটকে যোগ দিয়েছি, রাফাত মজুমদার রিংকুর ‘জয়েন্ট ফ্যামিলি’ তে ; এই ধারাবাহিক থেকেও ভালো সাড়া পাচ্ছি। যারা দেখছেন তারা বেশ পছন্দ করছেন, তবে বিশেষ করে বলবো এই ধারাবাহিকে শুটিং করে মজা পাচ্ছি বেশ।’

‘চিরকাল’ খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘এই সময়টাতে নতুন করে অনেক কিছুই বুঝতে শিখেছি। ভেবে করো কাজ, করিয়া ভেবো না। এখন থেকে এই কথাটা মাথায় রেখে চলার চেষ্টা করছি। আমি এখন থেকে কোয়ালিটিফুল কাজই করবো। কাজের মানের দিকে গুরুত্ব দিব বেশি। কতটা নাটক প্রচারিত হলো সেসব না দেখে কতটা মানসম্পন্ন কাজ দিতে পেরেছি সেটার দিকে খেয়াল রাখছি।’

বছর শেষে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে তৌসিফ বলেন, ‘প্রাপ্তি হিসেবে বলবো, এক কথায় নিজের মর্মটা বুঝতে পেরেছি। কাজ করতে গিয়ে, মানুষের সাথে মিশতে গিয়ে অনেক ভুল করেছি। সামনে সেসব ভুল আর করতে চাই না। আমার স্ত্রী-ই, আমার বেস্ট ফ্রেন্ড; যাকে সবকিছুতেই আমি পাশে পাই। আমাকে কখনও ভেঙে পড়তে দেয় না যেই মানুষটা, তার কাছে আমি নত শিরে কৃতজ্ঞ। প্রতিটা মুহূর্ত আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে আর আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।

আরেকটা প্রাপ্তির কথা বলবো, মেরিল প্রথম আলোর নমিনেশন। যে তিনজন অভিনেতার সঙ্গে আমি মনোনয়ন পেয়েছি, সেটা আমার জন্য রীতিমত বিস্ময়কর। মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো- এই তিনজনই আমার খুব কাছের এবং প্রিয় বড় ভাই। তাদের সঙ্গে আমি নমিনেশন পেয়েছি, এটাই আমার পুরস্কার।

অপ্রাপ্তি নিয়ে তেমন কিছু বলতে চাই না। শুধু এটুকুই বলবো, অনেক বন্ধু-বান্ধব হারিয়েছি, কলিগও হারিয়েছি। এটা ভাবলে অনেক সময় খারাপ লাগে।’

নতুন বছরের পরিকল্পনা কি, এমন প্রশ্নে অভিনেতার উত্তর, ‘যেসব ভুলগুলো করেছি সেগুলো সামনে আর করতে চাই না। আর কাজের ক্ষেত্রে মানের সাথে কোনো আপোষ নয়। এক কথায়, নতুন বছর থেকে মানহীন কোনো কাজই করবো না। এটা আমার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। প্রয়োজনে কাজ কম করবো কিন্তু আর কোনো আপোষের কিংবা মানহীন কাজ নয়। আর নতুন বছরে আমার দর্শকের জন্য বড় সুখবর নিয়ে আসছি। এর জন্য সবাইকে একটু অপেক্ষা করতে হবে।’

চলতি বছরে প্রচারে আসা তৌসিফ মাহবুবের ৯২টি নাটকের মধ্যে রয়েছে- ১৯৯০ এ লাভ স্টোরি, ২৫২১, অপরাজিতা, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, আওয়াজ, আমাদের বিয়ে, ইয়েস নো ভেরি গুড, উই আর ওয়েটার, উইল ইউ ম্যারি মি?, উরাধুরা ভালোবাসা, একটি অস্থির প্রেম, কোনো সমস্যা?, কাবিননামা, কেমন আছেন দুলাভাই?, কর্মফল, ঘুম সোহেল, চান্স, চিরকাল, চরম বেহায়া, ছেড়ে যেওনা, জয়েন্ট ফ্যামিলি (ধারাবাহিক), টু ইন ওয়ান, ট্রুথ অর ডেয়ার, টুরু লাভ, টোল, ডে কেয়ার, বাটপার কোম্পানি, ঢাকাইয়া ওয়েডিং, ঢাকাইয়া খানদান, তুফান, তামাশা, তারে বলে দিও, তেরেকেটে সারেগামা, তৃপ্তি তোমার জন্য, থার্ড চান্স, দ্যা কুকিং, দশ লাখ মারবেল, নাইট শো, নাবিক, পা, পেইন গেস্ট, পাঁচ ভাই চম্পা, প্রেম ফ্যাশন, পরিণয়, প্যারায় আছে দুলাভাই, ফাইসা গেছে দুলাভাই, ফাতরা, ফরেন বাবুর্চি, বউরা যেমন হয়, বোতাম, বিপরীতে তুমি আমি, বিফলে মূল্য ফেরত, বেবি গার্ল, বাবা ভার্সেস ছেলে, বিয়ে শাদী, বাংলিশ, ভালোবাসার ভোর, ভয় করোনা, মেজাজ খারাপ, মজনু ভাই, ম্যান উইল বি ম্যান, মনের মতো বাগান, মোর দ্যান ফ্রেন্ড, ম্যারেজ মিডিয়া, ম্যারাডোনার ছেলে, মিয়া বিবি রাজি, মেয়েদের মন, মায়ের ডাক, যে ছিলো আমার, লাইফ গেম, লাক কানেকশন, লোভ, লোভে পাপ পাপে ফাঁপর, লাভ ম্যাজিক, লাভারস ফুড ভ্যান, ল্যাম্পপোস্ট, রকিং রিংকু, রাজনীতি, রিভার্স, শুভ রাত্রি, শেষ খেলা, শেষ দেখা, সাত সতেরো, সাদা, স্বপ্নের নায়িকা, সোবাহান সাহেবের বড় ফ্ল্যাট, হাই ভলিউম, হাওয়াই মিঠাই, হারানো দিনের গান, হ্যালো লেডিস, হয়তো তোমার জন্য এবং আমাদের আছে জল। খবর বাংলাদেশ জার্নাল