নিউইয়র্ক ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভারতে বুস্টার ডোজ দেওয়া শুরু ১০ জানুয়ারি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ৬৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আগামী ১০ জানুয়ারি থেকে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর সাম্প্রতিক দেশকাল

প্রথমে বুস্টার ডোজ দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের। নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাদানেরও ঘোষণা দেন মোদি।

বড়দিন উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।’

তবে বুস্টার ডোজ শব্দ উল্লেখ না করে তিনি বলেন, করোনার টিকার সতর্কতামূলক ডোজ ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মীদের দেওয়া হবে। এছাড়া একাধিক রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শে টিকার অতিরিক্ত ডোজ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুদের টিকাদান মহামারির বিরুদ্ধে লড়াই করার কাজকে সুসংহত করবে এবং স্কুলে পাঠদান কার্যক্রমকে স্বাভাবিক করবে।

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘ভারতে অনেক মানুষের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত না হওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সতর্ক থাকুন, সজাগ থাকন। মাস্ক পরুন ও হাত ধোয়া অব্যাহত রাখুন।’

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের চিকিৎসকেরা। শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া জরুরি ছিল। এটা খুবই ভালো সিদ্ধান্ত। স্কুল খুলে গেছে। তাই শিশুদের বাইরে যেতে হচ্ছে।

তিনি আরও বলেন, সব দিক থেকে দেখলে ছোটদের টিকার প্রয়োজনীয়তাও বাড়ছিল। ওমিক্রনে শিশুরাও আক্রান্ত হচ্ছে। এবার তারাও টিকা পেলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারতে বুস্টার ডোজ দেওয়া শুরু ১০ জানুয়ারি

প্রকাশের সময় : ১২:০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আগামী ১০ জানুয়ারি থেকে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর সাম্প্রতিক দেশকাল

প্রথমে বুস্টার ডোজ দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের। নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকাদানেরও ঘোষণা দেন মোদি।

বড়দিন উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, ‘করোনা এখনো পুরোপুরি চলে যায়নি। নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ মিলছে ভারতেও। এই পরিস্থিতিতে আমাদের করোনাবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। দেশের স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি তৈরি। দেশে ১৮ লাখ আইসোলেশন বেড ও লক্ষাধিক আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।’

তবে বুস্টার ডোজ শব্দ উল্লেখ না করে তিনি বলেন, করোনার টিকার সতর্কতামূলক ডোজ ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, সম্মুখসারির কর্মীদের দেওয়া হবে। এছাড়া একাধিক রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব ব্যক্তি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদেরও চিকিৎসকের পরামর্শে টিকার অতিরিক্ত ডোজ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিশুদের টিকাদান মহামারির বিরুদ্ধে লড়াই করার কাজকে সুসংহত করবে এবং স্কুলে পাঠদান কার্যক্রমকে স্বাভাবিক করবে।

ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘ভারতে অনেক মানুষের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত না হওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। সতর্ক থাকুন, সজাগ থাকন। মাস্ক পরুন ও হাত ধোয়া অব্যাহত রাখুন।’

১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতের চিকিৎসকেরা। শিশু চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া জরুরি ছিল। এটা খুবই ভালো সিদ্ধান্ত। স্কুল খুলে গেছে। তাই শিশুদের বাইরে যেতে হচ্ছে।

তিনি আরও বলেন, সব দিক থেকে দেখলে ছোটদের টিকার প্রয়োজনীয়তাও বাড়ছিল। ওমিক্রনে শিশুরাও আক্রান্ত হচ্ছে। এবার তারাও টিকা পেলে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।